ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত সীমান্তে সুড়ঙ্গ

প্রকাশিত: ০৮:৫৭, ১০ মার্চ ২০১৭

বাংলাদেশ-ভারত সীমান্তে সুড়ঙ্গ

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ-ভারত সীমান্তের খুব কাছে সদ্য কাটা একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের মেঘালয়ের তুরা সেক্টরে বুধবার একটি পাহাড়ের ঢালে সুড়ঙ্গটি দেখতে পাওয়া যায়। খবর বিবিসির। জায়গাটির নাম গুজংপাড়া। ওই এলাকায় ঘন জঙ্গল রয়েছে। এর আগে ভারত-পাকিস্তান সীমান্তে এ ধরনের সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেলেও পূর্বাঞ্চলে এই ঘটনা প্রথম। বিএসএফের মেঘালয় সীমান্ত অঞ্চলের আইজি পিকে দুবে বলেন, সুড়ঙ্গটি প্রায় ৫০-৬০ ফিট পর্যন্ত কাটা হয়েছে। মাটিও আলগা রয়েছে। অর্থাৎ সপ্তাহখানেকের মধ্যে এটি কাটা হয়েছে বলে মনে হচ্ছে। তবে সীমান্তের কাঁটাতারের তলা দিয়ে বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে হলে আরও প্রায় ৫০ ফুটের মতো কাটতে হতো। পূর্বাঞ্চলে এ ঘটনা বিএসএফকে যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে। কী কারণে সীমান্তের কাছে সুড়ঙ্গ কাটা হচ্ছিল, তা নিয়ে বিএসএফ তদন্ত শুরু করেছে। বিএসএফ সূত্র বলছে, ওই এলাকায় যেহেতু জঙ্গীগোষ্ঠী সক্রিয়, তারা নিজেদের ব্যবহারের জন্য সুড়ঙ্গটি কাটছিল, এমনটা উড়িয়ে দেয়া যায় না।
×