ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

টুটুল মাহফুজ

পৃথিবীর মতো নতুন সাতটি গ্রহ

প্রকাশিত: ০৫:১১, ১০ মার্চ ২০১৭

পৃথিবীর মতো নতুন সাতটি গ্রহ

আমাদের এই সৌর জগতের বাইরে আরও একটি নতুন সৌর জগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। গ্রহগুলো ট্র্যাপিস্ট ওয়ান নামের একটি নক্ষত্রকে ঘিরে ঘুরছে। এখানেই শেষ নয়Ñ এই গ্রহগুলো নাকি আমাদের পৃথিবীর মতোই। এগুলো সম্ভবত পাথরের তৈরি। আকারেও পৃথিবীর সমান এবং থাকতে পারে তরল পানিও। গ্রহগুলো বেলজিয়ামের লিজ বিশ্ববিদ্যালয়ের মিশায়েল জিলঁ ও তাঁর সতীর্থরা আবিষ্কার করেছেন। তাঁদের সমীক্ষা ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। নতুন আবিষ্কৃত গ্রহগুলো যে বামন তারাটির চারপাশে ঘুরছে, তার বৈজ্ঞানিক নাম হলো ‘ট্র্যাপিস্ট-১’। গ্রহ সাতটিকে আপাতত শুধু ১বি, ১সি ইত্যাদি করে ১এইচ অবধি ডাকা হচ্ছে। ‘ট্র্যাপিস্ট-১’-এর আলোও খুব উজ্জ্বল নয়। সমীক্ষাটির যৌথ রচয়িতা আমরি ত্রিয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী। তিনি বলেছেন যে, ‘ট্র্যাপিস্ট-১’-এর আলো সূর্যালোকের ২০০ ভাগের এক ভাগের মতো হবে, অর্থাৎ সূর্যাস্তের শেষে যেরকম আলো হয়। কিন্তু ‘ট্র্যাপিস্ট-১’-এর আলো অন্তত আমাদের চাঁদের আলোর চেয়ে বেশি জোরালো, কাজেই এই গ্রহগুলো খুব বেশি ঠাণ্ডা হবে না- বলেছেন ত্রিয়। ‘ট্র্যাপিস্ট-১’-এর আলোকরশ্মির অধিকাংশই অবলোহিত বর্ণালীতে, যা আমরা দেখতে পাই না। আকাশটা নাকি হালকা সুড়কি রঙের হতে পারে, বলে ত্রিয়-র ধারণা। তাহলে সেখানে কি কোন ধরনের জীবনের অস্তিত্ব আছে? গবেষকরা বলছেন, এই সাতটি গ্রহেই তরল পানি থাকার মতো পরিবেশ আছে। তবে সেটা নির্ভর করছে গ্রহগুলোতে আর কি কি ধরনের উপাদান আছে তার ওপর। তবে এই সাতটির মধ্যে তিনটি গ্রহ ওই সৌর জগতের এমন এক এলাকায় যে জায়গাটি অনেক বেশি বসবাসযোগ্য। বিজ্ঞানীরা বলছেন, সেসব কারণে এই তিনটি গ্রহে প্রাণের খুব বেশি সম্ভাবনা আছে। এর এসব গ্রহ আছে আমাদের পৃথিবী থেকে প্রায় ৪০ আলোক বর্ষ দূরে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা স্পিৎজার স্পেস টেলিস্কোপ ব্যবহার করে এসব গ্রহের সন্ধান পেয়েছেন। এই কাজে তারা চিলিতে খুবই বড় আকারের একটি টেলিস্কোপ এবং স্পেনের লিভারপুল টেলিস্কোপসহ অন্যান্য টেলিস্কোপ দিয়ে সংগৃহীত তথ্যও ব্যবহার করেছেন। বিজ্ঞানীরা বলছেন, গ্রহগুলো একটি থেকে আরেকটি খুব কাছাকাছি। এবং নক্ষত্রটির খুব কাছেই। জুপিটারের চারপাশে যেসব উপগ্রহ আছে তার সঙ্গে এই নক্ষত্রটির বেশ মিল আছে। আমাদের সৌর জগতের বাইরেও এত বেশি গ্রহের সন্ধান পাওয়া গেছে যে, এ ধরণের আবিষ্কারে আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে পড়েছি। নাসার তালিকাতেই এ রকম গ্রহের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজারের মতো। প্রত্যেকবারই যখন নতুন নতুন গ্রহ আবিষ্কারের কথা ঘোষণা করা হয়, তখন প্রত্যেকবারই এতে এমন কিছু থাকে যা এক ধরনের চমক সৃষ্টি করে। ট্র্যাপিস্ট ওয়ান নক্ষত্রকে ঘিরে এসব গ্রহ আবর্তিত হচ্ছে, সেই নক্ষত্রটি ছোট এবং খুব বেশি উজ্জ্বল নয়। নক্ষত্রটির আলো যখন টেলিস্কোপে এসে পড়েছে তখন সেটির চোখ ধাঁধিয়ে যায়নি, যেমনটা অত্যুজ্জ্বল নক্ষত্রের দিকে তাকালে হয়ে থাকে। ফলে এই আবিষ্কার দূরের পৃথিবী সর্বোপরি মহাবিশ্বের বায়ুমণ্ডলকে দেখার, তার সম্পর্কে জানার এক বিশাল দরজা খুলে দিয়েছে। সূত্র : বিবিসি, ডয়েচ ভেলে, সায়েন্স ডেইলি
×