ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিদেশের পতিতালয়ে পাচার হওয়া ২.৭ ভাগ বাংলাদেশী নারী ॥ এরশাদ

প্রকাশিত: ০৭:৪৮, ৯ মার্চ ২০১৭

বিদেশের পতিতালয়ে পাচার হওয়া ২.৭ ভাগ বাংলাদেশী নারী ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নারীদের সংগ্রাম এখনও শেষ হয়নি। বরং ব্যাপ্তি আরও বৃদ্ধি পেয়েছে। সংবিধানে নারীর মৌলিক অধিকারের বিষয়টি স্বীকৃত হলেও এ দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। তবে উন্নয়নের ধারাবাহিতা বজায় রাখতে হলে- নারী-পুরুষের সমতা নিশ্চিত করার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। বুধবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় মহিলা পার্টির সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। এদিন একাধিক কর্মসূচীতে অংশ নেন এরশাদ। এদিকে রাজধানীর ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাপায় যোগ দেন নরসিংদীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিকেলে ইসলামী ফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জাপা চেয়ারম্যান। গ্রামীণ পর্যায়ে ৮৪ ভাগ এবং শহরে ৫৯ ভাগ নারী অবৈতনিক গৃহ পরিচারিকা হিসেবে কর্মরত থাকে এমন তথ্য উল্লেখ করে সাবেক সেনাপ্রধান এরশাদ বলেন, প্রতিবছর প্রায় ২০ হাজার নারী ও শিশু পাচার হয়। দেশের বাইরে বিভিন্ন পতিতালয়ে পাচারকৃতদের মধ্যে ২ দশমিক ৭ ভাগ বাংলাদেশী নারী রয়েছে। অথচ এগুলো রোধ করা বা তাদের উদ্ধার করার জন্য আমরা কোন ভূমিকা রাখতে পারছি না। এরশাদ বলেন, আমরা ক্ষমতায় থাকতে নারীদের ক্ষমতায়ন শুরু করেছিলাম। দিন দিন এর ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এখন গুরুত্বপূর্ণ খাতে নারীরা প্রধান ভূমিকা পালন করছেন। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের নেতা পর্যন্ত নারী এটা সত্যিই একটি দেশের জন্য গর্বের। আমরা ক্ষমতায় গেলে নারীদের আরও ক্ষমতায়ন করব। ইসলামী ফ্রন্টের সঙ্গে বৈঠক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নতুন জোট গঠনের অংশ হিসেবে বিকেলে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। উল্লেখ্য, এই সংগঠনটি নির্বাচন কমিশনে নিবন্ধনকৃত। জাপা চেয়ারম্যানের বারিধারার বাসভবনে এ বৈঠকে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল মান্নান ও মহাসচিব এম এ মতিনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
×