ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নানা আয়োজনে নারী দিবস পালন

প্রকাশিত: ০৪:৪৪, ৯ মার্চ ২০১৭

নানা আয়োজনে নারী দিবস পালন

জনকণ্ঠ ডেস্ক ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন জেলায় পালিত হয়েছে নারী দিবস। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : চট্টগ্রাম ॥ চসিকের আয়োজনের মধ্যে ছিল সকালে বর্ণিল শোভাযাত্রা। বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার নেতৃত্ব দেন আ জ ম নাছির উদ্দিন। শোভাযাত্রাটি জামালখান সড়ক ও মোমিন রোড হয়ে নগর ভবনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন নারী দিবস উদযাপন কমিটির সভাপতি এম আশরাফুল আলম, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, হাসান মুরাদ বিপ্লব, জয়নব আবিদা আজাদ, জেসমিন পারভীন জেসি, জোবাইরা নার্গিস খান, মনোয়ারা বেগম মনি, আঞ্জুমান আরা বেগম, কমিটির সদস্য সচিব নাজিয়া শিরিন প্রমুখ। বরিশাল ॥ নানা অয়োজনে বুধবার সকালে নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত হয়েছে। সকাল দশটা থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহ পৃথক কর্মসূচীর পালন করেছে। কোতোয়ালি মডেল থানা ক্যাম্পাসের ভিক্টিম সাপোর্ট সেন্টারে আলোচনা সভার পর মহানগর পুলিশ কশিনার এসএম রুহুল অমিনের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার গাউস। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সফল নারী যুঁথিকা বিশ্বাস, লাকী পা-ে ও ছালমা শহীদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একইদিন সকাল দশটায় গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় বর্ণাঢ্য রালি বের করা হয়। খুলনা ॥ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক দফতর, সরকারী-বেসরকারী দফতর এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে তিনদিনব্যাপী কর্মসূচীর সমাপনী দিনে বুধবার সকাল সাড়ে নয়টায় খুলনা সার্কিট হাউসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সরদার আনিসুর রহমান পপলু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অলোকা নন্দা দাস। স্বাগত বক্তৃতা করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন। মুন্সীগঞ্জ ॥ র‌্যালি, আলোচনা, কর্মশালা, সম্মাননাসহ দিনভর নানা কর্মসূচীর আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। আলোচনায় অংশ নেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া জাহান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা আহম্মেদ রুনী, কেকে গভ ইনস্টিটিটের প্রধান শিক্ষক আনিছা সুলতানা, বাংলাদেশ মহিলা পরিষদ সভাপতি এড. নাছিমা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামছুন্নাহার শিল্পী ও জেলা মহিলাবিষয়ক অফিসের প্রোগ্রাম অফিসার আলেয়া ফেরদৌসী প্রমুখ। বাগেরহাট ॥ বুধবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন, সমাবেশ, প্রতিযোগিতা, ফিল্ম শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাসনা হেনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। আরও বক্তব্য দেন, পুলিশ সুপার পংকজ রায়, ডিডিএলজি শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, নারী নেত্রী এ্যাড: শরীফা খানম, পারভিন আহম্মেদ, শিল্পী সমাদ্দার, রেহানা পারভিন লাকী, আম্বিয়া খাতুন, নাদিরা আকরাম, এ্যাড. লুনা সিদ্দিকী, অনিতা রায়, সালমা বেগম প্রমুখ। নেত্রকোনা ॥ জেলা প্রশাসন ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা হয়েছে। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে পাবলিক হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, সদর উপজেলার ইউএনও আনিসুজ্জামান, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা বিউটি, নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান, অধ্যাপিকা শামছুন্নাহার বেগম প্রমুখ।
×