ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোড়ায় গলদ

প্রকাশিত: ০৪:৩০, ৯ মার্চ ২০১৭

গোড়ায় গলদ

বাংলাদেশে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে, এর কারণগুলো ক্ষতিয়ে দেখার প্রয়োজন আছে। বাংলাদেশে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ, ‘চালকের অপরিপক্বতা।’ চালকের অদক্ষতার কারণেই ঘটছে সিংহভাগ দুর্ঘটনা। এছাড়া গাড়ির সকরুণ ফিটনেস, পথচারীদের অসতর্কতাও দায়ী। রাস্তায় গাড়ি চালাতে হলে চালককে নিতে হয় ড্রাইভিং লাইসেন্স। আর সেই ড্রাইভিং লাইসেন্স বিতরণ করে সরকারি প্রতিষ্ঠান। গাড়ি চালাতে সম্পূর্ণ দক্ষ একজন ব্যক্তিকেই দেয়া সমীচীন এই লাইসেন্স। অদক্ষ কোন ব্যক্তিকে এই লাইসেন্স দেয়ার বিধান নেই। কেননা, অদক্ষ ব্যক্তিকে দিলে তার ফলে সড়কে ঘটবে অহরহ সড়ক দুর্ঘটনা। কিন্তু বাংলাদেশে এখন ঘটছে নিত্য দুর্ঘটনা। তার মানে, ডাল মে কুচ কালা হে। হ্যাঁ, ব্যাপারটা সম্পূর্ণ এ রকম। কর্তৃপক্ষ মানছে না তার নীতি। অনেক ক্ষেত্রে যাচাই-বাছাই না করেই দিচ্ছে ড্রাইভিং লাইসেন্স। অভিযোগ আছে, দক্ষতা ছাড়া টাকা হলেই মিলে ড্রাইভিং লাইসেন্স। যদিও কর্তৃপক্ষ মুখে মুখে বলেন তাদের স্বচ্ছতার কথা। আমরা সেই ছেলেকে চাই; যে কথায় নয়, কাজে স্বচ্ছতা দেখাবে। সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে আমাদের প্রথমে মূলে শৃঙ্খলা আনতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রদান পদ্ধতিকে করতে হবে দুর্নীিিতমুক্ত, স্বচ্ছ। তবেই আমরা পাব সড়ক দুর্ঘটনা মুক্ত পরিবহন খাত। ভিক্টোরিয়া সরকারী কলেজ, কুমিল্লা থেকে
×