ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালিকাপ্রসাদের মৃত্যুতে দুই বাংলায় শোক

প্রকাশিত: ০৪:২০, ৯ মার্চ ২০১৭

কালিকাপ্রসাদের মৃত্যুতে দুই বাংলায় শোক

সংস্কৃতি ডেস্ক ॥ দেশীয় বাদ্যযন্ত্র ব্যবহার করে লোকগান ও পল্লীগীতির ফিউশনের মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে শ্রোতা ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে কালিকাপ্রসাদের দোহার। কেবল পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের তরুণ শ্রোতাদের কাছেও কালিকাপ্রসাদ আর দোহারের গান জনপ্রিয় হয়েছে। সেই কালিকাপ্রসাদ গাড়ি দুর্ঘটনায় মঙ্গলবার চলে গেছেন না ফেরার দেশে। তার মৃত্যুতে দুই বাংলার সংস্কৃতিপ্রেমীদের মধ্যে শোক নেমে এসেছে। বলা হচ্ছে প্রতিভান এই শিল্পীর আকস্মিক মৃত্যুতে দুই বাংলার সংস্কৃতি অঙ্গন শোকে ভাসছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কালিকাপ্রসাদের মৃত্যুতে শোক নেমে এসেছে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। কালিকাপ্রসাদের মৃত্যুতে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এছাড়া ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে কালিকাপ্রসাদকে। তথ্যটি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির নির্মাতা ফাখরুল আরেফিন। ‘ভুবন মাঝি’ নির্মাতাও শোকতপ্ত কণ্ঠে বলেন, কী বলব বুঝতে পারছি না। এর কোন প্রতিক্রিয়া হয় না। মনে হচ্ছে ভাই হারালাম। ‘ভুবন মাঝি’ তাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। শীঘ্রই এডিট করে চলচ্চিত্রে তার নাম বসানো হবে। পরবর্তী প্রদর্শনীতে তার জন্য এক মিনিট নিরবতা পালন করা হবে বলে জানান তিনি। এদিকে চলচ্চিত্রটির অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি বলেন, ‘ভুবন মাঝি’তে কিছুতেই গান গাইব না আমি। তবু জোর করে গাওয়ানো হলো। সে গান মানুষের পছন্দ হলো। পরম স্মৃতিচারণ করেন ঢাকার প্রিমিয়ারের উদ্দেশে তাদের দুজনের এক ফ্লাইটে আসার কথাও বলেন। তিনি বলেন যাত্রাপথে কত কথা হলো। কত গল্প। এসব এখন সবই স্মৃতি। কালিকাপ্রসাদ চলচ্চিত্রে গান লিখেছেন, সুরও দিয়েছেন। এ পর্যন্ত মোট ৮ এ্যালবাম এনেছে দোহার, যার মধ্যে শেষ এ্যালবাম ‘সহস্র দোতারা’ ২০১২ সালে বাংলাদেশ থেকে প্রকাশ হয়। বাংলাদেশে চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। এ চলচ্চিত্রের প্রিমিয়ারে অংশ নিতে গত ৩ মার্চ ঢাকাতেও এসেছিলেন। হুগলিতে সড়ক দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ফোক ধাঁচের ব্যান্ড দোহারের শিল্পী, গীতিকার ও সুরকার কালিকাপ্রসাদ ভট্টাচার্যর মৃত্যুর ওই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার সকালে কলকাতা থেকে সিউড়ি যাওয়ার পথে হুগলির গুড়াপের কাছে দোহার সদস্যদের বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়ে বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়। গণমাধ্যম জানায় প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তা উল্টে যায়। দুর্ঘটনায় আহতদে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৪৭ বছর বয়সী কালিকাপ্রসাদকে মৃত ঘোষণা করেন।
×