ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা

চার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

প্রকাশিত: ০৩:৫০, ৭ মার্চ ২০১৭

চার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

জাপান সাগরে একসঙ্গে চারটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকা বা ইইজেডের মধ্যে গিয়ে পড়েছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। খবর বিবিসির। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, চীন সীমান্তবর্তী উত্তর কোরিয়ার টোংচাং-রি অঞ্চল থেকে সোমবার এ চার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে তারা কোন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা নিশ্চিত নয়। যে কোন ধরনের ক্ষেপণাস্ত্র ও পরমাণু প্রযুক্তি পরীক্ষায় উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা বলেছেন, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৬ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে। কোন ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তা নির্ধারণে কাজ চলছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক মহড়ার কারণে শুক্রবার পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দেয়। দুই দেশের এই সামরিক মহড়াকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখছে পিয়ংইয়ং। সোমবারের এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ায় সবশেষ সিরিজ ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা। বিশেষজ্ঞদের ধারণা, পরীক্ষার মাধ্যমে এসব ক্ষেপণাস্ত্র উন্নত করা হয়েছে। তবে এখনও অনেকে মনে করেন, ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এমন ছোট ধরনের পরমাণু ওয়ারহেড তৈরি করতে সক্ষম হয়নি উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বারবার দাবি করে আসছে, তাদের পরমাণু ও মহাকাশ কর্মসূচী শান্তিপূর্ণ। কিন্তু মনে করা হচ্ছে, উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা যুক্তরাষ্ট্রে আঘাত করতে সক্ষম। গত মাসে উত্তর কোরিয়া দাবি করে, তারা নতুন এক ধরনের বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে, যা সরাসরি পর্যবেক্ষণ করেন তাদের নেতা কিম জং-উন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এটিই ছিল উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। এর নিন্দা জানায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। টোংচাং-রি অঞ্চলটি স্যাটেলাইট উৎক্ষেপণের স্থান। এ স্থানটি প্রতিবেশী দেশগুলো ও যুক্তরাষ্ট্রের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানটি পর্যবেক্ষণে রাখতে সেখানে স্ক্রিন স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ। এদিকে রবিবার দক্ষিণ কোরিয়া এক ঘোষণায় জানায়, উত্তর কোরিয়া থেকে যারা গোয়েন্দা তথ্য নিয়ে পালিয়ে আসবেন, তাদের আগের চেয়ে চার গুণ বেশি অঙ্কের পুরস্কার দেয়া হবে এবং এর পরিমাণ হবে ৮ লাখ ৬০ হাজার ডলার। উত্তর কোরিয়ার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রে পরীক্ষার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, তারা এই অব্যাহত হুমকির মোকাবেলায় তাদের পূর্ণশক্তি ও সামর্থ্য কাজে লাগবে। এএফপির খবরে বলা হয়, পররাষ্ট্র দফতরের ভারপ্রাপ্ত মুখপাত্র মার্ক টোনার এক বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়া সোমবার যে চারটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র এর তীব্র নিন্দা জানায় এবং তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার ক্ষেত্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এ প্রসঙ্গে টোনার আরও বলেন, ক্রমবর্ধমান এই হুমকি মোকাবেলায় আমরা নিজেদের এবং আমাদের মিত্রদের রক্ষাকল্পে আমাদের সমস্ত সামর্থ্য ও পূর্ণশক্তি নিয়ে প্রস্তুত থাকব। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যে যৌথ সামরিক মহড়া চালায় তাতে উত্তর কোরিয়া প্রচ- ক্ষুব্ধ হয়ে ‘নির্মম পারমাণবিক হামলা’ চালানোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিল।
×