ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইইএলটিএস ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য

প্রকাশিত: ০৫:৩৯, ৫ মার্চ ২০১৭

আইইএলটিএস ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য

বিদেশী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আইইএলটিএস বাধ্যতামূলক। আইইএলটিএস স্কোর না থাকলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্লেসমেন্ট টেস্ট দিতে হবে এবং এতে ভাল স্কোর না করলে বিভিন্ন লেভেলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে যা খরচ ও সময়সাপেক্ষ। তাই মালয়েশিয়ায় পড়াশোনার সিদ্ধান্ত নিয়ে থাকলে দেশেই আইইএলটিএস করা উচিত। এতে খরচ ও সময় দুই-ই বাঁচবে। আপনার পরিকল্পনা যদি হয় পার্টটাইম কাজ করে পড়াশোনাসহ যাবতীয় খরচ নিজেই চালানো তবে মালয়েশিয়া আপনার জন্য নয়। ভিসার বৈধতা ঠিক রাখার জন্য ক্লাসে নির্দিষ্ট সংখ্যক উপস্থিতি জরুরী। ভাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাচেলর এবং মাস্টার্স লেভেলে ক্লাসের চাপ সামলে খরচ ম্যানেজ করা রীতিমতো অসম্ভব। তবে কোন কোন কলেজের ডিপ্লোমা লেভেলে কিছু সাব্জেক্ট এ ক্লাসের চাপ কম থাকায় সেটি সম্ভব হতে পারে। শুধু মালয়েশিয়া কেন অধিকাংশ দেশেই বিদেশী শিক্ষার্থীদের কোন ওয়ার্ক পারমিট দেয়া হয় না। ওয়ার্ক পারমিট কেবল যারা কাজ বা চাকরি নিয়ে যায় তারাই পেয়ে থাকে। আপনার যদি আর্থিক সঙ্গতি, নিদেন পক্ষে প্রথম দুই বছর পারিবারিক সাপোর্ট থাকে তবে টপ রেঙ্ক্ড বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে ব্যাচেলর লেভেলে পড়াশোনার জন্য মালয়েশিয়া হতে পারে আদর্শ স্থান। মালেশিয়াজুড়ে আছে অনেক উন্নতমানের উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠান। রয়েছে আরও মোনাস, কার্টিন, লিমককউইং, নটিংহাম-এর মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাস। যেখান থেকে মেইন ক্যাম্পাসে ক্রেডিট ট্রান্সফার করা খুবই সহজ। এখানকার উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজনেস ম্যানেজমেন্ট, ইনফরমেশন সায়েন্স এ্যান্ড টেকনোলজি, মেডিসিন, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, চার্টার্ড এ্যাকাউন্টেন্সি, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ফরেস্ট্রি, ইসলামিক স্টাডিজ, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ, এনভায় রোনমেন্টাল সায়েন্স, ডিজাইন এ্যান্ড আর্কিটেকচার ইত্যাদি বিভাগে ফাউন্ডেশন, ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডিসহ আরও অন্যান্য প্রোগ্রামে পড়াশোনা করে বিশ্ব নাগরিক হয়ে ভবিষ্যত গড়ার সূযোগ রয়েছে। মালয়েশিয়ান পড়াশোনা অপেক্ষাকৃত কম খরচ এবং প্রাকটিক্যাল, ইন্ডাস্ট্রি-স্পসিফিক স্কিলস এ্যান্ড নলেজভিত্তিক হওয়ায় পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপ, অন জব ট্রেনিং ইত্যাদির মাধ্যমে আর্থিক সক্ষমতা অর্জনের সূযোগ। কেবল ওলেভেল/এসএসসি/দাখিল পাস করেই ভর্তি হওয়া যায় ২-৩ বছর মেয়াদী ডিপ্লোমা প্রোগ্রামগুলোতে এবং পড়াশোনা শেষে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি বা অনার্স সরাসরি ২য় বর্ষ থেকে শুরু হয় ফলে সময় ও টিউশন ফি দুটোই কমে যায়। আবার ডিপোমা পাস করে উচ্চবেতনে চাকরি পাওয়া যায় ফুলটাইম ওয়ার্ক পারমিট নিয়ে। মালয়েশিয়ায় সাইনবোর্ড সর্বস্ব ইষধপশ খরংঃবফ কলেজের ছড়াছড়ি। তাই কোথায় এবং কোন সাবজেক্টে অঢ়ঢ়ষু করছেন, তার বৈধতার বিস্তারিত যাচাই করে নিন িি.িবফঁপধঃরড়হসধষধুংরধ.মড়া- এই সাইট গুলিতে। মালয়েশিয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফ্রী কাউন্সেলিং, এপি কেশন প্রসেসিং, ভিসা সাপোর্ট, ট্রাভেল এরেঞ্জমেন্ট ইত্যাদি সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, ব্রিটিশ কাউন্সিলের আইএলটিএস পার্টনার ও মালয়েশিয়ার টপ রেঙ্কড ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি পানেটারী এডুকেশন সার্ভিসেস বাংলাদেশ লি: (পিইএসবিডি) নিজস্ব বিশেষায়িত ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট হতে দিচ্ছে আইইএলটিএস প্রিপারেটরি কোর্স একদম ফ্রি। যোগাযোগ : পিইএসবিডি, হাফিজুল্লাহ গ্রীন (২য় তলা, স্যুইট নং- ই১), ১৫/এ ঝিকাতলা, ধানম-ি, ঢাকা ১২০৯। ফোন : ০১৭৪১৯০২৮৪৪, ০১৮৬৬২২২২৭০। খলিলুর রহমান
×