ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কাবুলে জোড়া আত্মঘাতী হামলা, হত ১৫ ॥ তালেবানের দায় স্বীকার

প্রকাশিত: ০৫:০৪, ৩ মার্চ ২০১৭

কাবুলে জোড়া আত্মঘাতী হামলা, হত ১৫ ॥ তালেবানের দায় স্বীকার

আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার জোড়া আত্মঘাতী জঙ্গী হামলায় ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৫ জন। দুটি হামলার দায় স্বীকার করেছে তালেবান। খবর এএফপির। বুধবার সকালে কাবুলের পূর্ব দিকে একটি থানার সামনে প্রথম জঙ্গী হামলাটি ঘটে। এতে আহত হয় ৩৫ জন। অপর হামলাটি চালানো হয় শহরের পশ্চিম দিকে আফগান গোয়েন্দা সদর দফতরে। সেখানে এক নিরাপত্তাকর্মী মারা যায়। বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল যে, শহরের অপর দিক থেকেও তা শোনা গেছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ দুই বিস্ফোরণের দায় স্বীকার করেছেন। জানুয়ারিতে তালেবান হামলায় ৩০ জন নিহত হয়। নিহতদের অধিকাংশই ছিলেন বিদেশী নাগরিক। মার্কিন সমর্থিত সরকারকে হটানোর ডাক দিয়েছে তালেবান। ২০১৪ সালে কাবুল থেকে ন্যাটোবাহিনীর একটি বড় অংশ সরে গেছে। এরপর থেকেই তালেবান আক্রমণ বেড়েছে কাবুলে।
×