ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সেই ট্রাক চালকের ফাঁসির রায় সঠিক ॥ পিপি

প্রকাশিত: ০৭:৪২, ২ মার্চ ২০১৭

সেই ট্রাক চালকের ফাঁসির রায় সঠিক ॥ পিপি

কোর্ট রিপোর্টার ॥ ঢাকার জেলা জজ আদালত থেকে ট্রাক ড্রাইভারকে দেয়া ফাঁসির রায় সঠিক বলে জানিয়েছেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খোন্দকার আবদুল মান্নান। সংবাদ সম্মেলন ডেকে তিনি বলেছেন, বাড়ির সামনে দিয়ে ট্রাকে করে মাটি নিতে বাধা দেয়াকালে খোদেজা ও তার স্বামীর ওপর চালক গাড়ি তুলে দিয়েছিলেন। পরিবহন সংগঠনগুলো সঠিক তথ্য না জেনে কারও উস্কানিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে। আর এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। বুধবার দুপুরে ঢাকার নিম্ন আদালতে রেবতি ম্যানশনস্থ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পিপি সাংবাদিকদের এ তথ্য দেন। গত ২৭ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় ট্রাকচাপায় হত্যা মামলায় চালক মীর হোসেন মিরুর মৃত্যুদ-ের রায় দেন। সংবাদ সম্মেলনে পিপি পরিবহন শ্রমিকদের ধর্মঘট অযৌক্তিক এবং আদালত অবমাননার শামিল বলে উল্লেখ করেন। তিনি বলেন, সঠিক তথ্য হলো, ২০০৩ সালের ২০ জুন সাভারের ঝাউচার এলাকায় ট্রাকচাপায় খোদেজা বেগমের (৩৮) নিহত হওয়ার ঘটিনাটি ছিল পরিকল্পিত। ট্রাকচালক মীর হোসেনের বাড়ি এবং নিহতের বাড়ি একই এলাকায়। সে দিন নিহতের বাড়ির সামনের পারিবারিক রাস্তা দিয়ে ট্রাকে করে মাটি নিয়ে যাচ্ছিলেন ট্রাকচালক মীর হোসেন। বেলা ১১টা ৩০ মিনিটের দিকে ট্রাকের সামনে এসে দাঁড়ান নিহত এবং তার স্বামী নুরু গাজী ওই সময় তারা তাদের পারিবারিক রাস্তা দিয়ে মাটিভর্তি ট্রাক চলাচলে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাকচালক মীর হোসেন দুজনের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই খোদেজার মৃত্যু হয়। স্বামী লাফিয়ে সরে গিয়ে প্রাণে বেঁচে যান। তাই এটা কোন দুর্ঘটনাজনিত মৃত্যু ছিল না। ছিল পরিকল্পিত হত্যাকা-।
×