ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফাইনালে কোয়েটা

প্রকাশিত: ০৫:৩৪, ২ মার্চ ২০১৭

ফাইনালে কোয়েটা

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের জন্য শেষ ৩ বলে পেশোয়ার জালমির চাই ২ রান, প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ৩ উইকেট। ‘কোয়ালিফাইং-১’এ এমন রুদ্ধশ্বাস পরিস্থিতিতে ১ রানের নাটকীয় জয়ে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফাইনালে উঠে গেছে সরফরাজ আহমেদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। শেষ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে জয়ের নায়ক স্পিনার মোহাম্মদ নওয়াজ। শারজায় আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০০ রানের বিশাল স্কোর গড়ে কোয়েটা। জবাবে ৯ উইকেটে ১৯৯তে থামে ড্যারেন সামির পেশোয়ার। শেষ ওভারে পেশোয়ারের দরকার ছিল ৭ রান। প্রতিপক্ষ কোয়েটা অধিনায়ক সরফরাজ আহমেদ বল তুলে দেন মোহাম্মদ নওয়াজের হাতে। বাঁহাতি এই স্পিনার আগের তিন ওভারে ৪৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সেই তিনিই শেষ ওভারে করলেন দুর্দান্ত বোলিং। শেষ ওভারে নওয়াজের প্রথম বল থেকে কোন রান নিতে পারেননি পেশোয়ারের অধিনায়ক সামি। তবে দ্বিতীয় বলে হাঁকান চার। পরের বলে সিঙ্গেলস নিয়ে চলে যান নন স্ট্রাইকিং প্রান্তে। ৩ বলে চাই ২। কিন্তু চতুর্থ বলে সরফরাজের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন ক্রিস জর্ডান। তখনও কে জানতো নাটকীয়তার আরও বাকি! নওয়াজ শেষ দুটি বলই দিলেন ইয়র্কার। একে একে রানআউটে কাটা পড়েন ওয়াহাব রিয়াজ ও হাসান আলী। তাতেই ১ রানের অবিশ্বাস্য জয়ে বাঁধভাঙ্গা উল্লাস নওয়াজ-সরফরাজদের। তবে ফাইনালে (৫ মার্চ) উঠলেও সরফরাজদের জন্য দুঃসংবাদ, ফ্র্যাঞ্চাইজিটির বিদেশী ক্রিকেটাররা জীবনের ঝুঁকি নিয়ে লাহোরে খেলতে যাবেন না। আমিরাতে চলমান আসরে কোয়েটার হয়ে বেশ কয়েকজন বিদেশী তারকা ক্রিকেটার খেলছেন।
×