ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জং ন্যাম হত্যায় জড়িত দুই নারীর বিচার শুরু

প্রকাশিত: ০৩:৫২, ২ মার্চ ২০১৭

জং ন্যাম হত্যায় জড়িত দুই নারীর বিচার শুরু

উত্তর কোরীয় নেতা কিম জং উন’র সৎ ভাই জং ন্যামকে মারাত্মক রাসায়নিক অস্ত্র প্রয়োগের মাধ্যমে হত্যার অভিযোগে দুই নারীকে বুধবার মালয়েশিয়ার এক আদালতে হাজির করা হয়। খবর এএফপির। ১৩ ফেব্রুয়ারি সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকা-ের পর এই প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার সিতি আয়েশা (২৫) ও ভিয়েতনামের দোয়ান থি হুংকে (২৮) জনসমক্ষে উপস্থিত করা হলো। কুয়ালালামপুর বিমানবন্দরে এই হত্যাকা-ে দোষী সাব্যস্ত হলে তাদের ফাঁসি হতে পারে। অভিযুক্ত এই দুই নারীকে পুলিশের ২০টি গাড়ি বহরের পাহারায় রাজধানীর বাইরে স্বতন্ত্র একটি আদালতে হাজির করা হয়। বন্দী বহনকারী ভ্যান ও আদালত ভবনের প্রবেশমুখ ভারি অস্ত্র ও আত্মরক্ষামূলক জ্যাকেট পরিহিত শতাধিক পুলিশ পাহারায় সুরক্ষিত ছিল। আদালতের বাইরে টি-শার্ট পরিহিত বন্দী দুই নারীকে বহু সাংবাদিক ও পুলিশ সদস্য ঘিরে রেখেছিলেন। পুলিশ তাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রে বলেছে, এই দুই নারী রাসায়নিক যুদ্ধে ব্যবহার করা হয় এমন মারাত্মক ভিএক্স নার্ভ এজেন্ট কিমের মুখে লেপন করে দিয়েছিল। অভিযুক্ত দুই নারীর বক্তব্য হচ্ছে, তারা কৌতুককর এক ভিডিওচিত্রে অংশ নেয়ার জন্য কাজটি করেছিল। সিতি আয়েশা এ বিষয়ে ইন্দোনেশিয়ার এক কূটনীতিককে বলেন, এই ভূমিকায় অভিনয়ের জন্য সম্মানী হিসেবে তাকে চারশ’ রিঙ্গিত (৯০ ডলার) দেয়া হয়। সিতি আরও বলেন, তিনি ভেবেছিলেন, এটি বেবি লোশনের মতো একটি তরল পদার্থ যাতে ক্ষতিকর কোন উপাদান নেই। অভিযুক্ত দুই নারীকে আদালতে হাজির করার আগে সিতির আইনজীবী গুই সুন সেং সাংবাদিকদের জানান, আদালতে তাদের বিরুদ্ধে গঠিত অভিযোগ পাঠ করে শোনানো হবে। তিনি আরও বলেন, বিচারকার্য যথাযথভাবে শুরু হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। চাঞ্চল্যকর এই হত্যাকা-ের ফলে আন্তর্জাতিক অঙ্গনে সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে। এর মাধ্যমে উত্তর কোরিয়া স্নায়ুযুদ্ধের আদলে ভয়ঙ্কর সব ঘটনা সংঘটিত করার প্রস্তুতি নিচ্ছে এমন ধারণার সৃষ্টি হয়েছে।
×