ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অযৌক্তিক ধর্মঘট প্রত্যাহার করুন ॥ সড়কমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৪, ১ মার্চ ২০১৭

অযৌক্তিক ধর্মঘট প্রত্যাহার করুন ॥ সড়কমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ আদালতের রায়ে চালককে কারাদ- দেয়ার প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘটকে অযৌক্তিক আখ্যায়িত করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আদালতের রায় নিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলার অধিকার পরিবহন শ্রমিকদের নেই। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ করে তিনি বলেন, আদালতের কোন মামলার রায়ের সঙ্গে সাধারণ জনগণের কোন সম্পৃক্ততা নেই। তাই আদালতের কোন রায় নিয়ে জনগণকে কেন ভোগান্তিতে ফেলা হবে? আপনারা আপনাদের অযৌক্তিক ধর্মঘট প্রত্যাহার করুন। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলগুলোর ডাকা হরতাল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আজ (মঙ্গলবার) কিছু রাজনৈতিক দল একটি ইস্যুতে হরতাল ডেকেছিল। বিএনপির মতো বড় দল সমর্থন দিয়েছিল। তবে ঢাকায় হরতালের কোন দৃশ্য দেখা যায়নি। কোন যানবাহন ও দোকানপাট বন্ধ ছিল না। হরতাল এখন আর দাবি আদায়ের কার্যকর হাতিয়ার নয় মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ঢাকায় হরতালের কোন দৃশ্য দেখা যায়নি। কোন যানবাহন ও দোকানপাটও বন্ধ ছিল না, সবই ছিল স্বাভাবিক। হরতাল ডেকে নেতাকর্মীরা পিকেটিংয়ে নামেননি। নেতারা এসি রুমে বসে ঘুমিয়েছেন আর বসে বসে হিন্দি সিরিয়াল দেখেছেন। হরতাল এখন আর দাবি আদায়ের কোন হাতিয়ার নয়। সংগঠনের সভাপতি বায়েজিদ আহমেদ খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেনÑ সাবেক ছাত্রনেতা গোলাম সারোওয়ার কবির, মামুনুর রশিদ শুভ্র, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। গ্যাস নিয়ে ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছেÑ ড. হাছান ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলগুলোর ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। স্কুল-কলেজ, রাস্তাঘাটে মানুষের উপস্থিতি দেখলে কেউ বলবে না হরতাল চলছে। মানুষের মাথাপিছু আয় আগের চেয়ে অনেক বেশি। শ্রমিক ও সরকারী চাকরিজীবীসহ সব পেশাজীবীর বেতন বেড়েছে। সবকিছুর তুলনা করলে গ্যাসের যে দাম বাড়ানো হয়েছে তা অবশ্যই সামঞ্জস্যপূর্ণ। তাই যারা হরতাল ডেকেছেন, তাদের যদি লজ্জা থাকে তাহলে আর এ ইস্যুতে কথা বলবেন না। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে আয়োজিত হরতালবিরোধী মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, সংগঠনের সাধরাণ সম্পাদক ফজুলল হক প্রমুখ বক্তব্য রাখেন।
×