ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:২৮, ১ মার্চ ২০১৭

অ ন্য র ক ম

পাথরের ভেতর আট দিন! ফ্রান্সের আব্রাহাম পয়েনশিভাল একজন দুঃসাহসী পারফরম্যান্স আর্টিস্ট। তবে তার এ কাজটি মনে হচ্ছে এ পর্যন্ত সবচেয়ে কঠিন পারফরম্যান্স। একটি বিশাল পাথরকে দুটি খ-ে ভাগ করে তার মধ্যে মানুষের আকৃতির গর্ত করে সেই পাথরের ভেতর টানা আট দিন থাকার কাজ শুরু করেছেন তিনি। অদ্ভুত এই উদ্যোগের মাধ্যমে একা থাকার ভিন্ন এক অভিজ্ঞতা পেতে চান পয়েনশিভাল। ৪৫ বছর বয়সী এই পারফরম্যান্স আর্টিস্টকে দুটি খ- পাথরের মাঝে আটকে দেয়া হয়েছে। অবশ্য বিশাল দুটো পাথরের মাঝে বসে থাকার মতো জায়গা আছে। আর শরীর সুস্থ রাখার জন্য পর্যাপ্ত খাবার ও পানি আছে। -গার্ডিয়ান ডিনারের সঙ্গে প্রদর্শনী বিশ্বে এই প্রথমবারের মতো এমন এক ডিনার ব্যবস্থার আয়োজন করা হয়, যেখানে ডিনারের সময় ছিল অঙ্গ ব্যবচ্ছেদ প্রদর্শনী। যুক্তরাজ্যের এ্যানাটমি ল্যাব লাইভের শিক্ষক স্যাম পিরি এ ধরনের ইভেন্ট আয়োজনে অনুপ্রাণিত হন, জীববিদ্যায় অধ্যয়নরত স্কুল শিক্ষার্থীদের শূকরের অঙ্গ ব্যবচ্ছেদ দেখে আনন্দিত হওয়ার ঘটনা থেকে। এ্যানাটমি ল্যাব লাইভের শিক্ষক স্যাম পিরি সম্প্রতি ইংল্যান্ডের বার্মিংহামের ‘ভিলেজ হোটেল ক্লাব সলিহুল’ এর ব্যানকুইট হলরুমে একটি ডিনার অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে শেফিল্ড হাসপাতালের সহায়তায় অপারেশন থিয়েটার তৈরি করা হয়। -মিরর
×