ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিএক্স প্রয়োগে ১৫-২০ মিনিটেই মৃত্যু হয় কিম জং ন্যামের

প্রকাশিত: ০৩:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

ভিএক্স প্রয়োগে ১৫-২০ মিনিটেই মৃত্যু হয় কিম জং ন্যামের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং ন্যাম কুয়ালালামপুর বিমানবন্দরে রাসায়নিক ভিএক্সের ক্রিয়ায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই মারা যান। তাকে খুবই উচ্চমাত্রার এ রাসায়নিক এজেন্ট দেয়া হয়েছিল। এতেই ব্যথায় এত দ্রুত তার মৃত্যু ঘটে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। ন্যামের দেহের ময়নাতদন্ত থেকে এমনটিই ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী সুব্রামনিয়াম সত্যশিবম। তিনি জানান, ন্যামের মুখে ওই পদার্থ ঘষে দেয়ার প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই তার মৃত্যু ঘটে। তার শেষ মুহূর্তগুলো খুবই ‘যন্ত্রণাদায়ক’ ছিল। ক্লিনিকে তিনি অচেতন হয়ে গিয়েছিলেন এবং হাসপাতালে নেয়ার সময় এ্যাম্বুলেন্স থেকে তাকে বের করার সময়ই তিনি মারা গিয়েছিলেন। কোন প্রতিষেধক দিয়েই এত উচ্চমাত্রার বিষক্রিয়া রোধ করা যেত না বলেও জানান তিনি। মালয়েশিয়া কর্তৃপক্ষ বলেছে, এরপর লাশের পরিচয় নিশ্চিত হতে তাদের একটি ডিএনএ নমুনা দরকার। ন্যামকে ১০ মিলিগ্রামের বেশি জাতিসংঘের নিষিদ্ধ ঘোষিত গণবিধ্বংসী রাসায়নিক উপাদান ‘ভিএক্স নার্ভ এজেন্ট’ দেয়া হয়েছিল বলে বিশ্বাস সত্যশিবমের। ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অসুস্থ হওয়ার কিছুক্ষণ পর মারা যান উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই ন্যাম। নৌবাহিনীর সেক্রেটারির মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ফিলিপ বিলডেন মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি হিসেবে ফিলিপ বিলডেন তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে একের পর এক মনোনয়ন প্রত্যাহারের এটি সর্বশেষ ঘটনা বলে রবিবার পেন্টাগন এ কথা জানায়। খবর এএফপির। এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেন, এটি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এতে আরও বলা হয়, তিনি এ পদে খুব শীঘ্রই নতুন কাউকে মনোনয়ন দেয়ার পরামর্শ দেবেন। তিনি আরও বলেন, এ ক্ষেত্রে আমি হতাশ হলেও তার সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই। কেননা, আমি জানি, তিনি অন্যভাবে আমাদের দেশকে সহযোগিতায় অব্যাহত রাখবেন। নৌ ও মেরিন বাহিনীর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নৌবাহিনীর সেক্রেটারিকে দায়িত্ব পালন করতে হয়। এ মাসের গোড়ার দিকে মাইকেল ফ্লিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেন।
×