ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুড়িল টিনশেড বস্তিতে আগুনে এক কিশোরের মৃত্যু

প্রকাশিত: ০২:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

কুড়িল টিনশেড বস্তিতে আগুনে এক কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কুড়িল বিশ্বরোড পুরাতলী এলাকায় একটি টিনশেড ঘরে অগ্নিকান্ডে নেয়ামত উল্লাহ সাগর ওরফে নয়ন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা শাহাজাহান মিয়াকে (৬০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহত নয়নের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কাঠারিয়া উপজেলার বাঁশখালি গ্রামে। মৃতের মামা জাকির হোসেন জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় ওভারব্রিজের পাশে রাস্তার পাশে নয়নদের একটি চায়ের দোকান রয়েছে। নয়নের বাবা অসুস্থ থাকায় তিনি পাশে টিনশেড ঘরে শুয়ে ছিলেন। শনিবার রাত জেগে নয়ন চায়ের দোকানে কাজ করায় সেও তখন বাসায় ঘুমিয়ে ছিল। তার মা বিউটি বেগম এ সময় দোকানে ছিলেন। তিনি জানান, রবিবার ভোরেরদিকে নয়নের ঘুমানোর আগে মশার কয়েল জ্বালিয়ে ঘুমায়। বিকেল ৩টার দিকে হঠাৎ মশার কয়েল থেকে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিভিয়ে ফেলেন। আগুনের ধোঁয়ায় নয়ন ও তার বাবা শাহাজাহান মিয়া অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত নয়নের মা বিউটি বেগম জানান, রাত্রে নয়ন দোকানে থাকায় সে দিনের বেলায় ঘরে ঘুমিয়েছিল। এ সময় তারা মশার কয়েল জ্বালিয়ে রেখেছিল। সেই কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাসুমা আক্তার জানান, আগুনের ঘটনায় ধোঁয়ায় শ্বাসনালী বন্ধ হয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। দীর্ঘক্ষন ওই অব্স্থায় থাকায় নয়নের মৃত্যু হয়েছে। হাসপাতালের আনার পর বিকেল ৫টার দিকে নয়নের মৃত্যু হয়। তার বাবা শাহজাহান আলীর অবস্থায় এখনও শংকামুক্ত নয়। কুর্মিটোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, বিকেল ৩টার দিকে কুড়িল বিশ্বরোড পুরাতলী আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয় আগুন নিভিয়ে ফেলে।
×