ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৪:১২, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

অ ন্য র ক ম

হিটলার বন্দনার জের সাবেক নেতা এ্যাডলফ হিটলারকে নিজের ঈশ্বর বলে বর্ণনা করা যুক্তরাজ্যের এক নাগরিককে পাঁচ বছরের কারাদ- দিয়েছে লন্ডনের একটি আদালত। তার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়। শন ক্রাইটন নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মুসলিম ও ইহুদিদের হত্যা করার’ আহ্বান জানিয়ে পোস্ট দেন। বৃহস্পতিবার লন্ডনের একটি আদালত ক্রাইটনকে সন্ত্রাস এবং ঘৃণা ছড়ানোর অপরাধে দোষী সাব্যস্ত করে কারাদ- দেয়। উত্তর লন্ডনের এনফিল্ডের বাসিন্দা ক্রাইটন সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী এবং বিদ্বেষ প্রকাশ করে পোস্ট দেয়ার কথা স্বীকার করেছেন। এ্যাসল্ট রাইফেল হাতে নাৎসিদের পতাকার সামনে দাঁড়ানো ক্রাইটনের একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে তদন্ত শুরু হয়। তিনি বলেন, তিনি নাৎসিবাদ এবং হিটলারের প্রতি সম্পূর্ণভাবে সমর্পিত। জিজ্ঞাসাবাদের সময় ক্রাইটন হিটলারকে তার ঈশ্বর বলে বর্ণনা করেন। -বিবিসি অগ্নিবৃত্ত রবিবার দক্ষিণ গোলার্ধে যে সূর্যগ্রহণ হবে তার এক পর্যায়ে দেখা যাবে ‘রিং অব ফায়ার’ বা অগ্নি বৃত্ত। সূর্যগ্রহণ একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা। চাঁদ সাময়িকভাবে সূর্যকে ঢেকে দেয়ার ফলে সূর্যগ্রহণ হয়ে থাকে। কিন্তু রবিবারের গ্রহণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকবে না বরং কিনারা দিয়ে একটি বৃত্তের মতো সূর্য দেখা যাবে। দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ অফ্রিকা মহাদেশ থেকেই শুধু এমনটি দেখা যাবে বলে জ্যেতির্বিজ্ঞানীরা জানিয়েছেন। এ ধরনের সূর্যগ্রহণকে বলা হয় ‘এ্যানুলার এক্লিপস’। চাঁদ এ সময় সূর্যের ৯৭ থেকে ৯৯ শতাংশ অংশ ঢাকতে পারলেও পুরোটা ঢাকবে না। রবিবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে ১১টার মধ্যে দুই মহাদেশে এই গ্রহণ দেখা যাবে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এ বছর ২১ আগস্ট উত্তর আমেরিকা মহাদেশ থেকে আরেকটি সূর্যগ্রহণ দেখা যাবে। -সায়েন্স এলার্ট পরিচয়ের ৪০ বছর পর জোয়ান নেইনিঙ্গার এবং কেন সেলওয়ের দেখা হয় ১৯৭৫ সালের এক দিনে ইংল্যান্ডে গ্লুসেস্টারে জোয়ানের বাড়ির বাইরে। কেন সে সময়ে গৃহহীন ছিলেন এবং জোয়ানের সঙ্গে তার দেখা হয় যখন তিনি ময়লার ঝুড়িতে খাবার খুঁজছিলেন। চল্লিশ বছরের ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক এ দুজনের মধ্যে। দুজনেরই বয়স এখন আশির কোটায়, জোয়ান ও কেন জানালেন, জীবনটাকে আরও বেশি রোমান্টিক করার জন্যই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। -বিবিসি
×