ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তিন প্রকল্প বাস্তবায়নে সিলেটে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৫:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

তিন প্রকল্প বাস্তবায়নে সিলেটে ত্রিপক্ষীয়  সমঝোতা চুক্তি  স্বাক্ষর

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট নগরীর শিক্ষা ও পরিবেশ উন্নয়নে তিনটি প্রকল্প বাস্তবায়নে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক), অর্থ মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশনের মধ্যে ত্রিপক্ষীয় একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোঃ আমিনুল হক, ভারত সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এবং সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এতে স্বাক্ষর করেন। সিলেট সার্কিট হাউসে দুপুর ১২টায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় দেশের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ভারত সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে বিভিন্ন সেক্টরে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। ভারত সরকার কর্তৃক প্রতিশ্রুত এ অনুদান সহায়তা বাংলাদেশের আর্থসামাজিক অবকাঠামো খাতে স্বল্প মেয়াদি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যা দুদেশের উন্নয়ন অংশীদারিত্বমূলক সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি বলেন, ভারত সরকার সিলেটের জন্য যে তিনটি প্রকল্পে অনুদান দিচ্ছেন সেই তিনটি প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। এসব প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা তার বক্তব্যে বলেন, বাংলাদেশের তিনটি প্রধান শহর সিলেট, রাজশাহী ও খুলনার বিভিন্ন উন্নয়ন কাজে ভারত অনুদান প্রদান করছে। সিলেটে বরাদ্দকৃত অনুদানের মাধ্যমে একটি পাঁচতলা কিন্ডারগার্টেন স্কুল, ক্লিনার কলোনিতে একটি ছয়তলা ভবন এবং ধোপাদীঘির পাড়ে ওয়ার্কওয়ে নির্মিত হবে। সিলেট শহরবাসী এসব প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। আমরা অবশ্যই শান্তিতে-সংহতিতে এবং সুসময়ে দুঃসময়ে ভালো প্রতিবেশী হিসেবে একে অন্যের পাশে থাকব।’ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোঃ আমিনুল হক তার বক্তব্যে জানান, উন্নয়নের সিঁড়িতে ভারত ও বাংলাদেশ একে অন্যকে সাহায্য সহযোগিতা করে অনেকটা হাত ধরাধরি করে কাজ করছে। সপ্তাহ দুয়েক আগেও রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে ভারতীয় হাইকমিশনের এ রকম একটি দ্বিপক্ষীয় অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে উল্লেখ করে শাহ মোঃ আমিনুল হক জানান, কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন এবং এ সফরের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং উন্নয়নের গতিধারা আরও বেগবান হবে।
×