ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘ইউনাইটেডেই থাকছি’ বললেন রুনি

প্রকাশিত: ০৫:০০, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

‘ইউনাইটেডেই থাকছি’ বললেন রুনি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এক যুগ ধরেই যে ক্লাবের প্রতিনিধিত্ব করছেন ওয়েন রুনি। কিন্তু বর্তমান সময়টা ভাল যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ অধিনায়কের। জোর গুঞ্জন প্রিমিয়ার লীগ ছেড়ে নতুন করে ঠিকানা গড়ছেন চাইনিজ সুপার লীগে। তবে সাম্প্রতিক সময়ে ইংলিশ মিডিয়ায় ভেসে বেড়ানো সব গুঞ্জনই উড়িয়ে দিলেন রুনি। ৩১ বছর বয়সী এই তারকা ফুটবলার জানালেন ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছেন তিনি। এ প্রসঙ্গে সাবেক এভারটনের এই স্ট্রাইকার বলেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকব। আপাতত চাইনিজ ক্লাবে যোগ দেয়ার কোন ইচ্ছে নেই আমার।’ অনেক জল ঘোলা করে এ মৌসুম শুরুর আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে যোগ দেন জোশে মরিনহো। সাবেক রিয়াল মাদ্রিদের এই অভিজ্ঞ কোচ ওল্ডট্র্যাফোর্ডে আসার পর থেকেই যেন কপাল পোড়ে রুনির। পর্তুগীজ কোচের সঙ্গে মনোমালিন্য শুরু হয়ে যায় ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার। তা না হলে বেশিরভাগ ম্যাচেই কেন রুনিকে মূল একাদশের বাইরে রেখেছেন মরিনহো। এ মৌসুমে সবধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে মাত্র ২৯ ম্যাচে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন রুনি। এই সময়ের মধ্যে ইংলিশ স্ট্রাইকারের গোলসংখ্যা মাত্র পাঁচটি। ওল্ডট্র্যাফোর্ডে এমন দুঃসময়েই রুনির দিকে হাত বাড়িয়ে দেয় চাইনিজ সুপার লীগের পাঁচ ক্লাব। ইংলিশ সংবাদ মাধ্যমের দাবি, নিজের এজেন্ট পল স্টেটফোর্ডকেও চীনে পাঠিয়েছেন রুনি। এরপর থেকেই যেন গুঞ্জনটা আরও জোরালো হয়। সত্যিই তাহলে ইংল্যান্ড ছেড়ে চীনে যাবার পথ খুঁজছেন তিনি। তবে এসব গুঞ্জনকে উড়িয়ে দিলেন রুনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ইংলিশ স্ট্রাইকার বলেন, ‘চীনের ক্লাবগুলো আমার প্রতি যে আগ্রহ দেখিয়েছে তা দেখে আমি সত্যিই কৃতজ্ঞ। তবে দুঃখের সাথে জানাচ্ছি যে, আপাতত চীনের কোন ক্লাবে যোগ দেয়ার ইচ্ছে নেই আমার। ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকতে চাচ্ছি। আগে যেমন ছিলাম, ভবিষ্যতেও এভাবেই থাকতে চাই। ক্লাবের সঙ্গে সময়টা দারুণ কাটছে। যা আমি সত্যিই উপভোগ করছি।’ মরিনহো ইউনাইটেডে যোগ দেয়ার পরই আক্রমণভাগকে শক্তিশালী করার জন্য পল পগবা এবং জøাতান ইব্রাহিমোভিচকে কিনে আনেন। তরুণ ও অভিজ্ঞ এই দুই তারকা ফুটবলার খেলছেনও দুর্দান্ত। যে কারণেই রুনির ওপর আস্থা রাখতে পারেননি মরিনহো। এই চিত্রটা এখন একেবারেই সুস্পষ্ট। তবে এসব নিয়ে না ভেবে দলের প্রয়োজনে সবকিছুই করার প্রত্যয় ব্যক্ত করেছেন রুনি। তার মতে, ‘১২ বছর ধরে ম্যানইউতে খেলছি। ৫শ’র ওপরে ম্যাচে দলকে প্রতিনিধিত্ব করেছি। ভবিষ্যতেও নিজেকে আরও বিলিয়ে দেব। ম্যানইউর ভালর জন্য সবকিছুই করতে প্রস্তুত।’
×