ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইএসকে হারাতে ব্যাপক পরিকল্পনা পেন্টাগনের

প্রকাশিত: ০৪:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

আইএসকে হারাতে ব্যাপক পরিকল্পনা পেন্টাগনের

ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করতে পেন্টাগনের নেতৃত্বে করা একটি নতুন পরিকল্পনায় ইরাক ও সিরিয়া ছাড়াও বিশ্বব্যাপী যেসব জিহাদী এ দেশ দুটির সংঘাতে ইন্ধন যোগাচ্ছে তাদেরও আওতাভুক্ত করা হচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চীফ অব স্টাফের চেয়ারম্যান মেরিন জেনারেল যোশেফ ডানফোর্ড এ কথা জানিয়েছেন। খবর ইয়াহু নিউজের। ডানফোর্ডের কথা থেকে ধারণা পাওয়া গেছে যে, প্রাথমিক এ খসড়া পরিকল্পনাটির উদ্দেশ্য প্রথমে যা ভাবা হয়েছিল তার চেয়ে অনেক বিস্তৃত। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক সম্মেলনে ডানফোর্ড আল কায়েদার মতো অন্যান্য জিহাদী গোষ্ঠীর উল্লেখ করে খসড়া পরিকল্পনাটি সম্পর্কে বলেন, এটি শুধু সিরিয়া ও ইরাক নিয়ে নয়, এটি পুরো বিশ্বের হুমকি নিয়ে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী বিশ্বের ১০০টিরও বেশি দেশ থেকে ৪৫ হাজার বিদেশী যোদ্ধা সংগ্রহ করেছে আইএস। তিনি বলেন, ‘সফল হওয়াই আমাদের পরিকল্পনার উদ্দেশ্য। এর জন্য প্রথমত দরকার আঞ্চলিক গোষ্ঠীগুলোর সংযোগ টিস্যুগুলো বিচ্ছিন্ন করা, এ সংযোগ এখন বিশ্বব্যাপী হুমকি হয়ে দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নেতৃত্বে করা ওই পর্যালোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, দেশটির অর্থ মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাগুলোর দেয়া পরামর্শও গ্রহণ করা হয়েছে।
×