ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় বোলারদের দাপটে সংগ্রহ ৯ উইকেটে ২৫৬ রান

পুনে টেস্টে প্রথমদিনেই চাপে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৫:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

পুনে টেস্টে প্রথমদিনেই চাপে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ পুনের মহারাষ্ট্র ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অতিরিক্ত ৪ ওভার খেলা হলো। মিচেল স্টার্ক আর জশ হ্যাজলউড সমস্ত প্রশংসার দাবিদার হয়ে গেলেন। কারণ তাদের শেষ উইকেট জুটি ভাঙ্গতে স্বাগতিক ভারতের দাপুটে বোলাররা সুযোগ পেয়েছেন ১২ ওভার ১ বল। কিন্তু তারা নিরবচ্ছিন্ন থাকলেন। এরপরও পুনে টেস্টে প্রথম দিনশেষে ৯ উইকেটে ২৫৬ রান তুলে বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেই আছে সফরকারী অস্ট্রেলিয়া। দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে চরম সতর্কতা দেখিয়েছে অসি ব্যাটসম্যানরা। কিন্তু সুযোগটা কাজে লাগিয়ে পেসার উমেশ যাদব ঝড় তুলেছেন। ৪ উইকেট শিকার করেছেন তিনি। এ কারণে সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনটা দারুণই কেটেছে বিরাট কোহলিদের। সাম্প্রতিক সময়ে একেবারেই অপ্রতিরোধ্য দল হয়ে উঠেছে ভারত। বরাবরই দেশের মাটিতে যে কোন সময় যে কোন প্রতিপক্ষের জন্য ভয়ানক দল তারা। আর কোহলির নেতৃত্বে এক নম্বর হয়ে ওঠা ভারত সম্প্রতি একেবারেই অপ্রতিদ্বন্দ্বী। গত দেড় বছরে দেশে ৪টি ও বিদেশে ২টি টেস্ট সিরিজ খেলে সবগুলোতেই জিতেছে ভারত। তাদের কাছে নতি স্বীকার করেছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশ। সে কারণে অস্ট্রেলিয়ার জন্যও এবারের সফরটি আগের যে কোন সময়ের চেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে তা আগেই বোঝা যাচ্ছিল। সেজন্য পুনের দিকে দৃষ্টি ছিল সবার। এখানেই চার টেস্টের সিরিজের প্রথমটি বৃহস্পতিবার শুরু হয়েছে। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে স্টিভেন স্মিথের দল। উদ্বোধনী জুটিটা দারুণভাবে এগিয়ে যাচ্ছিল। ম্যাট রেনশ ও ডেভিড ওয়ার্নার ৮২ রানের জুটি গড়ে তোলেন। অশ্বিন, জাদেজা, জয়ন্ত যাদবদের স্পিন ভালভাবেই সামলে যাচ্ছিলেন দু’জন। যদিও এ স্পিনত্রয়ী কোণঠাসা করে রেখেছিলেন দুই মারকুটে ব্যাটসম্যানকে। তবে অবিচলও থেকেছেন তারা। কিন্তু চিড় ধরালেন উমেশ। সরাসরি বোল্ড করে ফিরিয়ে দিলেন ওয়ার্নারকে (৭৭ বলে ৩৮)। একই ওভারে রেনশ’ (৩৬) বধ করায় মাঠ ছাড়লেন। দারুণ ছন্দটায় যে পতন ঘটল সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি অসিরা। অশ্বিন, জাদেজা আর উমেশের আঁটসাঁট বোলিংয়ের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। অধিনায়ক স্টিভেন স্মিথ নিজেও দীর্ঘক্ষণ ক্রিজে থেকে ২৭ রানের বেশি করতে পারেননি। ১৬৬ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে অসিরা। আবার ক্রিজে আসেন রেনশ’। দারুণ খেলছিলেন তিনি। তবে অর্ধশতক হাঁকিয়ে ফিরে যান তিনি ১৫৬ বলে ১০ চার ও ১ ছক্কায় ৬৮ রান করে। এরপর দারুণ লড়েছেন স্টার্ক। এ পেসারকে সাজঘরে ফেরাতে পারেননি ভারতের কোন বোলার। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ক্যারিয়ারের নবম অর্ধশতক হাঁকান তিনি। দিনের একেবারে শেষভাগে তাকে দারুণ সঙ্গ দেন হ্যাজলউড। ৩১টি বল মোকাবেলা করেছেন, মাত্র ১ রান করতে সক্ষম হয়েছে। কিন্তু ওই সুযোগটা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে রান যোগ করেছেন স্টার্ক। নবম উইকেটের পতন ঘটেছিল ৮২তম ওভারে, নাথান লেয়ন (০) ফিরে গিয়েছিলেন উমেশের বলে। শেষ জুটিটাকে আর ভাঙ্গতে পারেননি কেউ। অতিরিক্ত ৪ ওভার খেলানো হয়েছে ইনিংস একদিনে শেষ করার জন্য। কিন্তু ঠেকিয়ে দিয়েছেন স্টার্ক-হ্যাজলউড। ৯ উইকেটে ২৫৬ রান নিয়ে স্বস্তিতেই তাঁবুতে ফিরেছে অসিরা। স্টার্ক ৫৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ রানে অপরাজিত। কিন্তু পরিস্থিতি খুব সুবিধার নয়, কারণ স্কোরবোর্ডে রান ওঠেনি সেভাবে। আর দিনের শুরু ও শেষ ভাগটা কিছুটা অস্বস্তিতে কাটলেও সার্বিকভাবে দারুণ সফল দিন ছিল কোহলিদের জন্য। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ২৫৬/৯; ৯৪ ওভার (রেনশ’ ৬৮, স্টার্ক ৫৭*, ওয়ার্নার ৩৮, স্মিথ ২৭, হ্যান্ডসকম্ব ২২, শন মার্শ ১৬; উমেশ ৪/৩২, অশ্বিন ২/৫৯, জাদেজা ২/৭৪, জয়ন্ত ১/৫৮)। *প্রথমদিন শেষে।
×