ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত মেক্সিকানের আত্মহত্যা

প্রকাশিত: ০৩:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত মেক্সিকানের আত্মহত্যা

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার পর সেতু থেকে লাফিয়ে পড়ে এক মেক্সিকান আত্মহত্যা করেছেন। মঙ্গলবার তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়। খবর এএফপির কর্তৃপক্ষ জানিয়েছে, সিনালোয়া অঙ্গরাজ্যের বাসিন্দা গুয়াদালুপে অলিভাস ভালেন্সিয়া (৪৪) সেতু থেকে ৩০ মিটার নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। সেতুটি থেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তৃতীয়বারের মতো মেক্সিকোয় পাঠিয়ে দেয়ার পর লোকটি নিদারুণ মানসিক যন্ত্রণায় ছিলেন। যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের সময় তার হাতে শুধু একটি প্লাস্টিকের ব্যাগ ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কারের অঙ্গীকার করার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের মারাত্মক দুর্দশা শুরু হয়। পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণা করতে চায় না ভারত পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণা করতে রাজি নয় ভারত। ভারতের স্বতন্ত্র এক সংসদ সদস্য বুধবার দেশটির পার্লামেন্টে এ ধরনের ঘোষণা দেয়ার দাবি জানিয়ে একটি বিল উত্থাপন করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাতে অনুমোদন না দেয়ার জন্য দেশটির সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছে। ভারতীয় সংসদের স্বতন্ত্র সদস্য রাজীব চন্দ্রশেখর এ বিল উত্থাপন করেছেন। গত ৩ ফেব্রুয়ারি তা আলোচনার জন্য তোলা হয়েছিল। সন্ত্রাসকে সমর্থন দানকারী রাষ্ট্রের নাগরিকদের ওপর আইনগত, অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে এ বিলে। সংসদ সচিবালয়ের কাছে লেখা চিঠিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিলের বিরোধিতা করে বলেছে, জেনেভা কনভেনশনের ভিত্তিতে গড়ে ওঠা আন্তর্জাতিক সম্পর্ককে বিপদগ্রস্ত করবে এ বিল। -ইরনা
×