ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অন্য রকম

প্রকাশিত: ০৫:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০১৭

অন্য রকম

ডিসপ্লে রক্ষায় তরল সম্প্রতি জার্মানভিত্তিক প্রতিষ্ঠান প্রটেক্ট প্যাক্স বাজারে আনতে চলেছে নতুন এক ধরনের তরল, যা মোবাইল ফোনের পর্দাকে করবে এতটা শক্ত যা হাত থেকে পড়লেও ভাঙ্গবে না আর স্ক্র্যাচও হবে না। এটা মোবাইল ফোনের পর্দাকে করবে ‘নীলকান্তমনি’র মতো শক্ত। টাইটেনিয়াম ডায়োক্সাইডের ন্যানো পার্টিকেলস দ্বারা তৈরি এই লিক্যুইড ব্যবহার করার আগে পরিষ্কার একটি কাপড় দিয়ে স্মার্টফোনের ডিসপ্লে মুছে নিতে হবে। তারপর আঙ্গুল দিয়ে ধীরে ধীরে পালিশ করতে হবে। এরপর শুকানোর জন্য ১০ মিনিট রেখে দিতে হবে। এ জন্য খরচ করতে হবে মাত্র ১৭ ডলার। -ইয়াহু নিউজ দুঃসহ স্মৃতি ভোলার উপায় সম্প্রতি টরন্টো বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞ মস্তিষ্ক থেকে দুঃসহ খারাপ স্মৃতি মুছে ফেলার উপায় খুঁজে পেয়েছেন। তাদের দাবি, মস্তিষ্কে লাখ লাখ কোষ রয়েছে কিন্তু তাদের মধ্যে শুধু মুষ্টিমেয় কোষ এসব খারাপ স্মৃতিগুলো ফিরে আসার জন্য দায়ী। অধ্যাপক শিনা জোসলিনের নেতৃত্বে গবেষক দলটি তাদের গবেষণায় খুঁজে পান যে, নিউরোন বা মস্তিষ্কের যে কোষগুলো ‘ভয় বা হুমকি’ স্মৃতির সঙ্গে এনকোডেড, সে স্মৃতিগুলো মস্তিষ্কের এক অংশে অবস্থিত থাকে এবং অন্য স্মৃতিগুলো মস্তিষ্কের অন্য অংশে অবস্থিত। বিজ্ঞানীরা আশা করছেন, অপ্রীতিকর স্মৃতি মুছে ফেলার এই পদ্ধতি ধর্ষিত হওয়া এবং পিটিএসডিতে ভোগা সৈন্যদের অনেক সাহায্য করবে। -মিরর চিঠির ওপর প্রেমিকের মাস্টারি যুক্তরাষ্ট্রে নিক লুটজ নামের এক কলেজছাত্রের সাবেক প্রেমিকা তাদের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর দুঃখ প্রকাশ করে তার কাছে চার পাতার একটি চিঠি লিখেছিলেন। ছেলেটি তখন লাল কালি দিয়ে পরীক্ষার খাতা দেখার মতো ওই চিঠির কিছু ভুলত্রুটি চিহ্নিত করে সেটি ফেরত পাঠিয়েছেন তার সাবেক প্রেমিকার কাছে। শুধু ভুলত্রুটি চিহ্নিত করেই তিনি ক্ষান্ত হননি, ওই চিঠির জন্য তিনি তাকে ১০০ তে ৬১ নম্বরও দিয়েছেন এবং মেয়েটির চেষ্টার জন্য তাকে ডি গ্রেড দিয়েছেন। চিঠির একেবারে শুরুতেই ছেলেটি লিখেছেন, ভূমিকা খুব বেশি লম্বা হয়ে গেছে এবং সেখানে বহু পুনরাবৃত্তিও ঘটেছে। চিঠির শেষদিকের হাতের লেখারও সমালোচনা করে তিনি লিখেছেন, মনে হয় ক্লান্ত হাতে লেখা। চিঠির একেবারে শেষে মেয়েটি যখন লিখেছেন, আমি তোমাকে ভালবাসি, তখন ছেলেটি সেখানে লাল কালি দিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়ে লিখেছেন, যদি এটা বিশ্বাস করতে বলো তাহলে সেটা প্রমাণ করো। এই চিঠিটি পরে টুইটারে প্রকাশ করলে এনিয়ে অনেক সমালোচনা হয়। পরে অনেকেই এনিয়ে টুইট করতে শুরু করেন এবং অন্যান্য ভুলত্রুটি খুঁজে বের করতে শুরু করেন। -বিবিসি
×