ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অস্ত্র ক্রয়ে শীর্ষে ভারত

প্রকাশিত: ০৫:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০১৭

অস্ত্র ক্রয়ে শীর্ষে ভারত

বিশ্বের অস্ত্র বাজারে ক্রেতার তালিকায় শীর্ষে ভারত। চীন ও পাকিস্তানের নাম ভারতের থেকে অনেক পিছিয়ে। স্টকহোম আন্তর্জাতিক পিস রিসার্চ ইনস্টিটিইটের সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। গত ৫ বছরে ভারত অন্যান্য দেশ থেকে যে পরিমাণ অস্ত্র কিনেছে তা নজরে পড়ার মতো। ২০১২ এর মধ্যে বিশ্ব বাজার থেকে ১৩ শতাংশ অস্ত্র আমদানি করেছে ভারত। ২০১৬’র সবচেয়ে বেশি অস্ত্রের আমদানি করেছে ভারত। সংস্থাটির দাবি, চীন দেশীয় প্রযুক্তিতে অস্ত্র তৈরির ওপর বেশি জোর দিচ্ছে। ভারত সেদিক থেকে বেশি নির্ভরশীল রাশিয়া, আমেরিকা, ইউরোপ, ইসরাইল ও দক্ষিণ কোরিয়ার ওপর। মধ্য এশিয়ায় সন্ত্রাস বৃদ্ধি পাওয়ার পর থেকে সৌদি আরব অস্ত্র আমদানি বাড়িয়ে দিয়েছে। তাই ভারতের পরেই তালিকায় স্থান করে নিয়েছে সৌদি আরব। বিশ্বে গুরুত্বপূর্ণ অস্ত্র রফতানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের শীর্ষ অবস্থান বজায় রেখেছে। -ওয়েবসাইট
×