ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর পপুলিস্টরা যেন হালে পানি পেয়েছেন

ইউরোপে ট্রাম্পের মতো রাজনীতিকদের জোয়ার

প্রকাশিত: ০৫:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০১৭

ইউরোপে ট্রাম্পের মতো রাজনীতিকদের জোয়ার

ইউরোপের মধ্যাঞ্চলজুড়ে মূলধারার রাজনীতির বাইরে থেকে আসা লোকজন এখন এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। পপুলিস্ট রাজনীতিকরা এখন মূলধারার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছেন। মূলধারার রাজনীতিকরাও এখন অনুভব করছেন যে তারা এমন জায়গার প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছেনÑ যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হবেন বলে আগে কখনও ভাবেননি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে পপুলিস্ট রাজনীতিকরা যেন হালে পানি পেয়েছেন। নিউইয়র্ক টাইমস। আন্দ্রেজ বাবিস (৬২), চেক রিপাবলিক চেক রিপাবলিকে কৃষিভিত্তিক শিল্পের জন্য আন্দ্রেজ বাবিস পরিচিত। ২০০১ সালে তিনি নিজের রাজনৈতিক দল এএনও গঠন করেছেন। দলটি এত দিন পর্যন্ত সাড়া ফেলতে পারেনি। তবে দুর্নীতিবিরোধী প্রচারণার জন্য অনেকেরই দৃষ্টি এখন এ দলের দিকে। বাবিসকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবেও অনেকে দেখছেন। বরিস কোলার (৫১), সেøাভেনিয়া সেøাভেনিয়ার ধনকুবের ব্যবসায়ী বরিস কোলার গত বছরই নিজের রাজনৈতিক দল এএনও গঠন করেছেন। নাম ‘স্মি রোদিনা’ অর্থ ‘আমরা সবাই এক পরিবার’। দলটি এস্টাবলিশমেন্টবিরোধী। ইইউ এবং উদার অর্থনৈতিক নীতিরও বিরোধী এ দল। মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে কোলারের দশটি সন্তান রয়েছে। বগোলিউব কারিক (৬৩), সার্বিয়া কারিকরা চার ভাইবোন মিলে একটি পারিবারিক ব্যবসা দাঁড় করিয়েছিলেন। টেলিযোগাযোগ, অবকাঠামো নির্মাণ ও বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে সেটি সার্বিয়ায় এখন এক বড় প্রতিষ্ঠান। তার রাজনৈতিক দলের নাম স্ট্রেন্থ অব সার্বিয়া মুভমেন্ট। কারিক দেশটিতে অনুষ্ঠেয় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন। আইভার্স লেমবার্গজ (৬৩), লাটভিয়া আইভার্স লেমবার্গজ লাটভিয়ার একজন ব্যবসায়ী ও শিল্পোদ্যক্তা। তিনি দীর্ঘদিন দেশটির ভেন্টসপিলস শহরের মেয়রের দায়িত্ব পালন করছেন। লেমবার্গজ একজন পপুলিস্ট রাজনীতিক। অন্যান্য পপুলিস্টের মতো তিনিও ন্যাটোবিরোধী। তার বিরুদ্ধে অবশ্য দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। জবিগনিউ স্টোনোগা (৪২), পোল্যান্ড পোল্যান্ডের অটো ব্যবসায়ী জবিগনিউ স্টোনোগা নিজ নামে রাজনৈতিক দল খুলেছেন। অভিবাসীবিরোধী রাজনীতিক স্টোনোগার রাজনৈতিক দল খুব ভাল অবস্থানে নেই। তবে ইউরোপে অভিবাসীবিরোধী মনোভাব জোরদার হলে দলটি চমক দেখাতে পারে। ইভান পার্নার (৩১), ক্রোয়োশিয়া ইউরোপজুড়ে এস্টাবলিশমেন্টের বিরোধী রাজনীতিকদের মধ্যে কনিষ্ঠতম হলেন ক্রোয়েশিয়ার ইভান পার্নার। রাজনীতিতে নবাগত পার্নার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিরোধীদের আক্রমণ করে যাচ্ছেন। তিনি রাজনীতির প্রচলিত রীতিনীতির বিরোধী। ব্যক্তিগতভাবে তিনি রুশপন্থী ও ন্যাটোবিরোধী।
×