ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অন্য রকম

প্রকাশিত: ০৬:০৭, ২১ ফেব্রুয়ারি ২০১৭

অন্য রকম

সেলফি হবে উড়ন্ত বাজারে আসছে নতুন এয়ার সেলফি যেটি ছোট একটি ড্রোন এবং এতটাই হাল্কা যে স্মার্টফোন এবং ড্রোন দুটোই এর খাপের মধ্যে রাখা যাবে। এ্যালুমিনিয়ামের তৈরি এই ড্রোনটির ওজন মাত্র ৫২ গ্রাম। মে মাস থেকে শিপিং শুরু হতে যাওয়া এই এয়ার সেলফির দাম ধরা হয়েছে ১৭ হাজার টাকা। ৫ মেগাপিক্সেল এইচডি ভিডিও ক্যামেরাযুক্ত এয়ার সেলফি ডিভাইসটিতে রয়েছে ২৬০ মিলিএ্যাম্পিয়ার ব্যাটারি। টানা তিন মিনিটেরও বেশি সময় ধরে ডিভাইসটিকে ওড়ানো যাবে। ডিভাইসটি মাটি থেকে ২০ মিটার পর্যন্ত উপরে উঠতে পারবে। -বিজনেস ইনসাইডার প্রাকৃতিক প্রবাল রক্ষায় কৃত্রিম প্রবাল যুক্তরাষ্ট্রের হাওয়াইসহ ইসরাইলের সমুদ্রের কিছু অংশে আশঙ্কাজনক হারে জৈবযৌগ অক্সিজেনজোন লক্ষ্য করা গেছে। এই অক্সিজেনজোন প্রবালের ডিএনএ ধ্বংস করে এর বংশ বৃদ্ধিতে বাঁধা দেয়। বিখ্যাত সমুদ্র বিজ্ঞান অনুসন্ধানকারী জ্যাকস কস্তার নাতি ফেবিয়ান কস্তা থ্রিডি প্রিন্টারের সাহায্যে প্রবালের কাঠামো প্রিন্ট দিয়ে প্রবালকে কৃত্রিমভাবে বংশ বৃদ্ধি করাতে কাজ করছেন। তবে কৃত্রিম হলেও এই প্রবালের কাঠামোও হবে প্রাকৃতিক কাঠামোর মতো ক্যালসিয়াম কার্বোনেটের তৈরি। ফেবিয়ান জানান, আমরা যদি কৃত্রিম প্রবালের কাঠামো সমুদ্রে ছড়িয়ে দিতে পারি এবং তার সংস্পর্শে প্রবাল কীটকে আনতে পারি তবে সেটা প্রাকৃতিক প্রবালেই রূপ নিতে পারে। -ক্লাইমেট সেন্ট্রাল রাস্তার গর্ত চেনাবে গাড়ি রাস্তায় থাকা গর্ত আর ভাঙ্গা অংশ শনাক্ত করতে ও কোথায় কোথায় এমন জায়গা আছে তা চালককে সতর্ক করতে নতুন প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে বলে জানিয়েছে গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ফোর্ড। এক্ষেত্রে ক্যামেরাযুক্ত গাড়িগুলো চলার সময় অব্যাহতভাবে রাস্তা স্ক্যান করতে থাকবে। স্ক্যানে শনাক্ত হওয়া গর্তগুলোর ডেটা অন্য গাড়িচালকদের ড্যাশবোর্ডেও দেখানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। জার্মানিতে প্রতিষ্ঠানটির গবেষণা কেন্দ্রে এই ধারণা নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে। স্বয়ংক্রিয়ভাবে রাস্তার গর্তের তথ্য শনাক্ত করবে গাড়িতে এমন সেন্সরযুক্ত ব্যবস্থা নিয়ে কাজ করার কথা এর আগে ২০১৫ সালে জাগুয়ার ল্যান্ড রোভারও জানিয়েছিল। -বিবিসি
×