ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

তেল নয় ॥ এবার পানিতে ছুটবে গাড়ি

প্রকাশিত: ১৯:৩৩, ২০ ফেব্রুয়ারি ২০১৭

তেল নয় ॥ এবার পানিতে ছুটবে গাড়ি

অনলাইন ডেস্ক॥ তেল নয় এবার পানিতে ছুটবে গাড়ি! নবম শ্রেণির দুই ক্ষুদে শিক্ষার্থীর তৈরি মডেল দেখে অবাক স্কুলের শিক্ষকরা। আকাশ আর সৌরভ। জেলা বিজ্ঞান মঞ্চের প্রদর্শনীতেও প্রথম হয়েছে পশ্চিমবঙ্গের রায়গঞ্জের হাতিয়া গ্রামের দুই ক্ষুদে বিজ্ঞানীর তৈরি তাক লাগানো মডেল। বড় হয়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখেন অভাবী পরিবারের দুই ক্ষুদে শিক্ষার্থী। দুচোখে অনেক স্বপ্ন। সাধারণ ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগিয়েই ওরা তৈরি করে ফেলেছে অদ্ভুত এক ক্রেন। ওদের আবিষ্কারে অবাক স্কুলের শিক্ষকরাও। এমন এক ক্রেন বানিয়েছে দুই ক্ষুদে পড়ুয়া, যা তেলে নয় পানির শক্তিতেই কাজ করছে। উপকরণও অতি সাধারণ। পাট কাঠি, বেড়া বাঁধার তার, সাইকেলের পুরনো স্পোক, ইঞ্জেকশনের সিরিঞ্জ, স্যালাইনের পাইপ। এসব দিয়েই তৈরি হয়েছে নতুন এক মডেল। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা আন্তঃ স্কুল বিজ্ঞান প্রদর্শনীতে দুই পড়ুয়ার তৈরি মডেল প্রথম স্থান পেয়েছে। ওদের নিয়ে আশাবাদী শিক্ষকরাও। সৌরভের বাবা রতন সরকার ভিনরাজ্যের বেসরকারি সংস্থার কর্মী। আকাশের বাবা প্রফুল্ল দাস হাতিয়া গ্রামেই ছোট একটা তেলেভাজার দোকান চালান।
×