ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

১০৩ বছর পর...

প্রকাশিত: ০৫:৩৩, ২০ ফেব্রুয়ারি ২০১৭

১০৩ বছর পর...

স্পার্টস রিপোর্টার ॥ নতুন এক ইতিহাস গড়ল লিঙ্কন সিটি। ১০৩ বছরের মধ্যে ননলীগের প্রথম দল হিসেবে ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এফএ কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল তারা। শনিবার টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডের ম্যাচে লিঙ্কন সিটি নাটকীয়ভাবে ১-০ গোলে হারায় প্রিমিয়ার লীগের শক্তিশালী ক্লাব বার্নলিকে। আর তাতেই ক্লাব ইতিহাসের ১৩৩ বছর পর প্রথমবারের মতো এফএ কাপের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করল লিঙ্কন সিটি। বার্নলির বিপক্ষে ম্যাচের ৮৯ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন লিঙ্কন সিটির সিয়ান রাগেট। এই গোলেই জয় নিয়ে বাড়ি ফিরে তারা। এই ম্যাচ দেখতে বার্নলির মাঠে এদিন উপস্থিত হয়েছিল লিঙ্কন সিটির প্রায় তিন হাজার সমর্থক। দারুণ জয়ে নেচে-গেয়ে উল্লাসে মেতেই বাড়ি ফিরে সফরকারী দলের সমর্থকরা। এর আগে ননলীগের দল হিসেবে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করেছিল কুইন্স পার্ক রেঞ্জার্স। ১৯১৩-১৪ মৌসুমে এই কীর্তি গড়েছিল কিউপিআর। লিঙ্কন সিটির চমকের দিনে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। গত সপ্তাহে সোয়ানসি সিটির কাছে ২-০ গোলে হেরেছিল লীগ চ্যাম্পিয়নরা। সেই দলের ১০ জনকে মাঠের বাইরে রেখে মিলওয়ালের বিপক্ষে প্রথম একাদশ সাজান ক্লদিও রানিয়েরি। কিন্তু তাতেও ভাগ্য বদলায়নি। শনিবার ম্যাচের শেষ মিনিটের গোলে হেরে গেছে ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। আর তাতেই এফএ কাপের পঞ্চম রাউন্ড থেকে বিদায় নেয় লিচেস্টার সিটি। মিলওয়ালের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন শাওন কামিংস। দ্বিতীয়ার্ধের ৯০ মিনিটে লিচেস্টারের জালে বল জড়ান তিনি। অথচ ম্যাচের ৫২ মিনিটেই দুটি হলুদ কার্ড দেখার কারণে মাঠ ছেড়ে যেতে হয় মিলওয়ালের জেক কুপারকে। কিন্তু দলের রক্ষণ সৈনিককে হারিয়েও ভেঙ্গে পড়েনি স্বাগতিক মিলওয়াল। চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর শুভসূচনা স্পোর্টস রিপোর্টার ॥ জনপ্রিয় দুই দল ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডানের হারের পর অবশেষে দেশের ক্লাবগুলোর মধ্যে প্রথম জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রামে চলমান শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবলে রবিবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী ৩-১ গোলে হারিয়েছে আফগানিস্তানের শাহিন আসমাই ক্লাবকে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আসরের বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। আক্রমণের মূল উৎস ছিলেন নাইজিরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজি ও হাইতিয়ান অগাস্টিন ওয়ালসন। ম্যাচের ২৪ মিনিটে প্রথম গোল পায় বন্দর নগরীর দলটি। মাঝমাঠ থেকে থ্রু দেন অধিনায়ক মামুনুল ইসলাম। বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বামকোণা থেকে কোনাকুনি শটে গোল করেন ওয়ালসন। ৪০ মিনিটে চট্টগ্রাম আবাহনীকে দ্বিতীয় গোল উপহার দেন আরেক বিদেশী কিংসলে। ওয়ালসনের সহায়তায় গোলটি করেন তিনি। বিরতির পর ৫৮ মিনিটে ব্যবধান কমায় শাহিন আসমাই। সম্মিলিত আক্রমণের পর গোলমুখে জটলা থেকে প্লেসিং শটে গোলটি করেন মিডফিল্ডার নাসির হোসাইন। তবে ৮৩ মিনিটে জামাল ভুঁইয়ার পাসে অগাস্টিন ওয়ালসনের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় চট্টগ্রাম আবাহনীর। এদিকে আজ টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে ঢাকা আবাহনী লিমিটেড। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের কাছে হারে ১-০ গোলে। হারের কারণে দ্বিতীয় ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশাদার লীগ চ্যাম্পিয়নদের। ‘এ’ গ্রুপে আজকের ম্যাচে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার চতুর্থ সারির দল এফসি পচেয়ন সিটিজেন। অতিথি কোরিয়া ক্লাবটি নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তানের এফসি আলগাকে ২-০ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে। এ কারণে ম্যাচটি আবাহনীর জন্য যে সহজ হবে না সেটা অনুমেয়। আরেক ম্যাচে মুখোমুখি হবে টিসি স্পোর্টস ও এফসি আলগা।
×