ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আর্সেনালেই থাকতে চান ওয়েঙ্গার

ডাবল নিয়ে ভাবছেন না কন্তে

প্রকাশিত: ০৫:৩১, ২০ ফেব্রুয়ারি ২০১৭

ডাবল নিয়ে ভাবছেন না কন্তে

স্পোর্টস রিপোর্টার ॥ জোশে মরিনহোর উত্তরসূরি হিসেবে গত বছর চেলসির দায়িত্ব নেন এ্যান্তনিও কন্তে। ইতালির এই অভিজ্ঞ কোচ ক্রমেই নিজেকে মেলে ধরছেন। প্রিমিয়ার লীগে তার অধীনে চলতি মৌসুমের শুরু থেকেই উড়ছে ব্লুজরা। অনেকদিন ধরেই শীর্ষস্থানটা দখল করে রেখেছে তারা। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা চেলসি ধরে রেখেছে এফএ কাপেও। শনিবার তারা ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নশিপের দল উলভসকে। সেইসঙ্গে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছে চেলসি। যে কারণে চাইলে এখন ‘ডাবল’ জেতার স্বপ্ন দেখতেই পারেন ব্লুজদের কোচ এ্যান্তনিও কন্তে। কিন্তু ইতালিয়ান এ কোচ ‘ধীরে চলো’ নীতিতে বিশ্বাসী। তাই এখনই ‘ডাবল’ জেতার সম্ভাবনা নিয়ে মাতামাতি করতে চান না তিনি। মলিনেক্স স্টেডিয়ামে উলভসের বিপক্ষে ম্যাচের ৬৫ মিনিটে পেদ্রোর গোলে প্রথম এগিয়ে যায় চেলসি। এরপর ৮৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ডিয়েগো কস্তা। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে সাতজনকে বদলে এ ম্যাচের একাদশ সাজিয়েছিলেন কন্তে। দলের খেলোয়াড়রা তার আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবেই। সবমিলিয়ে বেশ উচ্ছ্বাসিত চেলসি কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা দারুণ ফল। আমাদের লক্ষ্য ছিল পরের রাউন্ডে যাওয়া, সেটি নিশ্চিত হয়েছে।’ তবে এ জয়েই ডাবল জেতার পথ আরও সহজ হয়ে গেছে বলে মনে করেন না তিনি, ‘এটা নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। হ্যাঁ, আমরা দুটি টুর্নামেন্টেই টিকে আছি। লীগে শিরোপার লড়াইয়েই আছি। এ পর্যন্ত যা হয়েছে, তাতে আমি খুশি।’ ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এফএ কাপে না হয় নকআউট পর্বের খেলা চলছে। লীগে তো দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে চেলসি। কিন্তু তারপরও শিরোপা জয়টা সহজ হবে বলে ভাবছেন না ইতালিয়ান কোচ। তিনি বলেন, ‘আমি শুনেছি, অনেকে বলছেন, চেলসি লীগ জিতে গেছে। এটা সত্য নয়। আমাদের শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে এবং জেতার মানসিকতা থাকতে হবে।’ কন্তের চেলসি যখন উড়ছে তখন হতাশায় ডুবছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। যে কারণেই তার ভবিষ্যত নিয়েই এখন তৈরি হয়েছে শঙ্কা। কিন্তু তারপরও ফুটবলের সাথে দীর্ঘদিন থাকার ইচ্ছা পোষণ করেছেন গানারদের এই ফরাসী কোচ। চলতি মৌসুমের শেষেই ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ওয়েঙ্গারের। কিন্তু তার আগেই ওয়েঙ্গারের ভবিষ্যত নিয়ে নানা গুঞ্জন শুরু হয়ে গেছে। বিশেষ করে প্রায় সময়ই মাঠে ওয়েঙ্গারকে সমর্থকদের রোষানলে পড়তে হচ্ছে। এ্যামিরেটস স্টেডিয়ামে ২১ বছরের ক্যারিয়ার শেষের দ্বারপ্রান্তে থাকলেও গত সপ্তাহে ওয়েঙ্গার জানিয়েছিলেন আর্সেনালের কোচ হিসেবে আরও কিছুদিন থাকতে চান তিনি। ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে ৬৭ বছর বয়সী এই কোচ বলেন, ‘যদি তোমাদের কাছে কোন দল থাকে তবে তোমরা সেখানে আমাকে নিয়োগ দিতে পার। আমার পছন্দ সবসময়ই আর্সেনাল ছিল। আমি বিশ্বাস করি সেটা আমি প্রমাণ করতে পেরেছি। কিন্তু পরিস্থিতি যাচাইয়ের মতো বয়স আমার হয়েছে।’ গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে বেয়ার্ন মিউনিখের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয় আর্সেনাল।
×