ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাগরতলে ডুবে যাওয়া জিলান্ডিয়া পৃথিবীর অষ্টম মহাদেশ!

প্রকাশিত: ০৩:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

সাগরতলে ডুবে যাওয়া জিলান্ডিয়া পৃথিবীর অষ্টম মহাদেশ!

পৃথিবীতে সাতটি মহাদেশ আছে বলেই আমরা জানি। কিন্তু কল্পনা করুন, আরেকটি মহাদেশ লুকিয়ে আছে নিউজিল্যান্ডের ঠিক নিচে। দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে পানিতে তলিয়ে যাওয়া এই মহাদেশটির নাম দেয়া হয়েছে জিলান্ডিয়া (নিউজিল্যান্ড+ইন্ডিয়া)। আকারে নাকি এটি প্রায় ভারতীয় উপমহাদেশের সমান। বিজ্ঞানীরা বলছেন, নিউজিল্যান্ড আসলে এই মহাদেশের জেগে থাকা অংশ। বলা যেতে পারে এই মহাদেশের পবর্তচূডা। বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন তাদের এই নবআবিষ্কৃত তলিয়ে যাওয়া ভূখ-ের জন্য মহাদেশের স্বীকৃতি আদায়ে। ‘জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকা’য় প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বিজ্ঞানীরা বলছেন, ‘জিলান্ডিয়া’র আয়তন পঞ্চাশ লাখ বর্গ কিলোমিটার, যা পার্শ্ববর্তী অস্ট্রেলিয়ার প্রায় দুই তৃতীয়াংশের সমান। কিন্তু এই মহাদেশের প্রায় ৯৪ শতাংশই তলিয়ে আছে সাগরের পানিতে। মাত্র অল্প কিছু অঞ্চল পানির ওপর মাথা তুলে আছে: নিউজিল্যান্ডের নর্থ এবং সাউথ আইল্যান্ড এবং নিউ ক্যালেডোনিয়া। একটি মহাদেশের স্বীকৃতি পেতে যা যা দরকার, জিলান্ডিয়া তার সবকটিই পূরণ করেছে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। যেমন : প্রকাশিত গবেষণা নিবন্ধের প্রধান লেখক নিউজিল্যান্ডের ভূতত্ত্ববিদ নিক মর্টিমার বলেন, জিলান্ডিয়াকে কেন মহাদেশ বলা যাবে না, প্রশ্নের উত্তর খুঁজছিলেন বিজ্ঞানীরা প্রায় গত দুই দশক ধরে চালানো গবেষণায়। তিনি আরও বলেন, পৃথিবীর মহাদেশের তালিকায় আরেকটি নাম যুক্ত করাটাই কেবল তাদের লক্ষ্য নয়, এর একটা বিরাট বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে। একটি মহাদেশ যে সাগরে তলিয়ে যাওয়ার পরও তা অখ- থাকতে পারে, তা সাহায্য করবে এটা বুঝতে কিভাবে পৃথিবীর উপরিভাগের স্তর ভেঙ্গে মহাদেশগুলো তৈরি হয়েছিল তা বুঝতে। - বিবিসি ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ঝড়ে একজনের মৃত্যু যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শুক্রবার কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। এতে কয়েকশ’ বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। এছাড়াও ঝড়ের কারণে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন এবং ফ্লাইট বিলম্বিত ও বাতিল করা হয়েছে। খবর এএফপির। লস এ্যাঞ্জেলেসের দমকল বিভাগের কর্মকর্তারা জানান, ঝড়ের সময় একটি গাছ উপড়ে বৈদু্যুতিক তারের ওপর পড়লে এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা যায়। লস এ্যাঞ্জেলেস রিভারের কাছে কয়েকজন লোক আটকা পড়ে। তাদের নৌকায় করে উদ্ধার করা হয়। ঝড়ে প্রায় দেড়শ’ বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে নগরীর অনেক মানুষের বাড়ির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লস এ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, ঝড়ের কারণে ৬৪টি ফ্লাইট বাতিল ও ২৬৯টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এদিকে অঙ্গরাজ্যটির অনেক এলাকায় আকস্মিক বন্যার সতর্ক বার্তা জারি করা হয়েছে। এখানে পাঁচ বছর ধরে টানা খরা চলছিল। চলতি শীত মৌসুমে রাজ্যটিতে বেশ কয়েকটি ঝড় আঘাত হেনেছে। সর্বশেষ ঝড়ের প্রভাবে প্রবল ঝড়ো হাওয়ার পাশাপাশি মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।
×