ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ ভবনে একুশের আলোচনা

প্রকাশিত: ০৪:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

জাতিসংঘ ভবনে একুশের আলোচনা

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে যুক্তরাষ্ট্র ডাক বিভাগ ‘স্মারক সিলমোহর’ প্রকাশ করবে। ২১ ফেব্রুয়ারি বেলা ১২টায় শুরু এ সিলমোহর ব্যবহার করা হবে পুরো এক সপ্তাহ অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিউইয়র্ক, নিউজার্সি এবং কানেকটিকাট অঙ্গরাজ্যের ডাকঘরগুলোতে। গত বছরও মুক্তধারা ফাউন্ডেশনের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ স্মারক সিলমোহর প্রকাশ করেছিল। সেটি ২১ এপ্রিল পর্যন্ত চালু ছিল শুধুমাত্র জ্যাকসন হাইটস পোস্ট অফিসে। এবার তা নিউইয়র্কসহ ৩ অঙ্গরাজ্যে বিস্তৃত হলো। ইউনেস্কো এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্লোগান নির্ধারণ করেছে ‘বহুভাষার শিক্ষা বিস্তারের মাধ্যমে টেকসই ভবিষ্যতের পানে’ আর এ স্লোগানেই নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই প্রথম বারের মতো ‘মাতৃভাষা দিবস’ উপলক্ষে অনুষ্ঠান হবে। নিউজিল্যান্ডে দাবানলে পুড়ছে বাড়ি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ নগরীতে দাবানলে কমপক্ষে ১১টি বাড়ি পুড়ে গেছে এবং কয়েক শ’ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ক্রাইস্টচার্চ সিটি কাউন্সিল বৃহস্পতিবার জানায়, পোর্ট হিলস এলাকার ১৮ হাজার হেক্টরের বেশি জমি আগুনে পুড়ে গেছে। কমপক্ষে এক হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে এবং ঝড়ো বাতাসের পূর্বাভাস দেয়া হয়েছে। বাতাসে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সিনিয়র সার্জেন্ট এ্যাশ ট্যাব বলেন, ‘আমরা বুঝতে পারছি, মানুষের জন্য নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়া কঠিন কাজ। তবে দাবানল দিক পরিবর্তন করতে পারে এবং তা অবিশ্বাস্যভাবে দ্রুতই হতে পারে।’ তিনি বলেন, ‘যদিও আপনারা উদ্বিগ্ন, তারপরও বলছি, বাড়িঘর ছেড়ে যেতে খুব বেশি দেরি করবেন না। দুঃখ পাওয়ার চেয়ে নিরাপদ থাকা ভাল।’ -এএফপি
×