ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:৪০, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

অ ন্য র ক ম

আঘাত হানবে গ্রহাণু মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ‘২০১৫ বিএন৫০৯’ নামে পরিচিত চিনাবাদামের মতো দেখতে একটি গ্রহাণু পৃথিবীতে কোন একদিন আঘাত হানবে। এটি গত সপ্তাহে পৃথিবীর কাছ দিয়ে ঘণ্টায় ৪৪ হাজার মাইল বেগে অতিক্রম করে গেছে। গ্রহাণুটি পৃথিবী এবং চাঁদের দূরত্বের ১৪ গুণ দূরত্বে আসতে পেরেছে। ২০০ মিটার চওড়া ও ৪০০ মিটার লম্বা এই গ্রহাণুটিকে নাসা ‘সম্ভাব্য বিপজ্জনক’ হিসেবে আখ্যায়িত করেছে। ইউনিভার্সিটিজ স্পেস রিসার্স এ্যাসোসিয়েশনের গ্রহ বিজ্ঞানী ডা. এডগার্ড রিভেরা ভ্যালেনটিন জানান, গত সপ্তাহে পুয়ের্তো রিকোতে অবস্থিত বিশাল আকৃতির আরসিবো অবজারভেটরি টেলিস্কোপে গ্রহাণুটি ধরা পড়েছে। -ডেইলি মেইল বৃহত্তম উভচর বিমান চীনের তৈরি বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমান এজি-৬০০ চলতি বছরের প্রথম অর্ধেকের মধ্যে আকাশে উড়ানোর আশা করেছে চীনের বিজ্ঞানীরা। চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করর্পোরেশন অব চায়না (এভিআইসি) আট বছর চেষ্টা চালিয়ে উভচর বিমান এজি-৬০০ তৈরি করেছে। এটি বোয়িং ৭৩৭-এর মতো বড়। এজি-৬০০ একবার উড্ডয়ন করে ৪ হাজার ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে এবং এটির সর্বোচ্চ ওজন বহন ক্ষমতা ৫৩ দশমিক ৫ টন। সমুদ্রে উদ্ধারাভিযান ও দাবানল বন্ধে কাজে লাগানো যাবে এটি। -ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস
×