ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পোশাক কারখানার ভবন নিরাপত্তায় স্বল্প সুদে ঋণ দেবে ব্যাংক

প্রকাশিত: ০১:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

পোশাক কারখানার ভবন নিরাপত্তায় স্বল্প সুদে ঋণ দেবে ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাক কারখানার ভবন নিরাপত্তায় স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করবে ঋণ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সোমবার গবর্নর ফজলে কবিরের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ২৫ ব্যাংক ১০ আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ‘আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট’-এর অধীনে এ ঋণ দেবে প্রতিষ্ঠানগুলো। অনুষ্ঠানে জানানো হয়, মাত্র দুই শতাংশ সুদহারে ব্যাংকগুলোকে তহবিল সরবারহ করবে বাংলাদেশ ব্যাংক। পোশাক কারখানার ভবন পুনর্নির্মাণ, স্থানান্তর, সংযোজন বা রেট্রোফিটিং, চলতি মূলধন এবং অগ্নিনিরাপত্তার জন্য তহবিল থেকে ঋণসুবিধা দেওয়া হবে। গ্রাহকদের সর্বোচ্চ ৬ শতাংশ সুদহারে এ ঋণ দেবে ব্যাংকগুলো। পুনঃ অর্থায়ন তহবিল থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ৩৫ কোটি টাকা ঋণ সুবিধা পাবেন। তিন বছর বাড়তি সময়সহ ঋণ পরিশোধের সময় ১৫ বছর। তবে প্রয়োজনে প্রজেক্ট ম্যানেজমেন্ট কমিটির অনুমোদন সাপেক্ষে গ্রাহকের এ অর্থের পরিমাণ বাড়তে পারে। প্রকল্পের তহবিলের মোট আকার ৪২৪ কোটি জাপানি ইয়েন। আর ঋণ তহবিলের পরিমান ৪১২ কোটি ৯০ লাখ জাপানি ইয়েন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৯৮ কোটি টাকা। বিজিএমইএ, বিকেএমইএ, বিজিএপিএমইএর সদস্য এমন তৈরি পোশাক খাতের ভবনমালিক অথবা কারখানার মালিকেরা এ ঋণসুবিধা পাবেন। অনুষ্ঠানে গবর্নর ফজলে কবির বলেন, তৈরি পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ২০২১ সালে ৫০ বিলিয়ন ডলার রফতানি লক্ষমাত্রার রয়েছে। তা অর্জনে জাইকার সহযোগিতা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তা সহায়ক হবে। এসময় তিনি তৈরি পোশাক খাত উন্নয়নে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবদুর রহিম এর সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এবিবি চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান প্রমুখ।
×