ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিট্রো এ্যাথলেটিক্স, শতভাগ জয়ে শেষ বোল্টের

প্রকাশিত: ০৪:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

নিট্রো এ্যাথলেটিক্স, শতভাগ জয়ে শেষ বোল্টের

স্পোর্টস রিপোর্টার ॥ একেবারেই নতুন সংযোজন ট্র্যাক এ্যান্ড ফিল্ডের জগতে। কিন্তু এরপরও আলোচনার শীর্ষে ছিল নিট্রো এ্যাথলেটিক্স। সর্বকালের সবচেয়ে গতিধর মানব জ্যামাইকার উসাইন বোল্ট এই নতুন ধরনের দলগত ইভেন্টের প্রচলন ঘটিয়েছেন এবার। ৩ দিনব্যাপী এই দলগত এ্যাথলেটিক্স সিরিজে স্প্রিন্ট ছাড়াও ছিল হার্ডেলস রিলে ইভেন্ট। শনিবার রাতে মেলবোর্নের লেকসাইড স্টেডিয়ামে শেষ হয়েছে প্রথমবারের মতো আয়োজিত নিট্রো সিরিজ। শতভাগ জয় তুলে নিয়েছে বোল্টের নেতৃত্বাধীন অলস্টারস দল। আর ব্যক্তিগত ১৫০ মিটারের ইভেন্টেও শনিবার সকালে জয় পান এ গতি তারকা। প্রতিযোগিতা শেষের পর বোল্ট দাবি করেছেন অভিনব এ নিট্রো সিরিজ অবশ্যই প্রয়োজন ট্র্যাক এ্যান্ড ফিল্ডে। শনিবার সকালে লেকসাইড স্টেডিয়ামে নিট্রো সিরিজের একমাত্র ব্যক্তিগত ইভেন্ট ১৫০ মিটারে নেমেছিলেন বোল্ট। যথারীতি এখানেও ঝড় তুলেছেন এ গতি তারকা। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সিদ্ধহস্ত এবং বিশ্বরেকর্ডের মালিক জ্যামাইকান ‘বিদ্যুত’ ১৫.২৮ সেকেন্ড সময় নিয়ে জয় তুলে নেন। আর সে কারণে লেকসাইডে ছিল তুমুল উত্তেজনা। এরপর মিশ্র দলগত ইভেন্ট ৪ী১০০ মিটার রিলেতেও জয় ছিনিয়ে নেন রাতে। এর মাধ্যমে নিজের দল অলস্টারসকে শতভাগ জয় এনে দেন বোল্ট। ৩ দিনের প্রতিযোগিতায় কোন ধরনের ইনজুরি বা সমস্যায় আক্রান্ত না হয়েই সমাপ্তি টানতে পেরে বেশ সন্তুষ্ট বোল্ট। তিনি বলেন, ‘এটাই সম্ভবত প্রথম আমি ফেব্রুয়ারি মাসেও সম্পূর্ণ ফিট আছি। আমি সন্তুষ্ট যে ব্যক্তিগত ইভেন্টে দৌড়ানর সুযোগও পেয়েছি। আমি দারুণ বোধ করেছি। আমার এখন চেষ্টায় থাকতে হবে নিজেকে ইনজুরিমুক্ত রাখা।’ এ মৌসুমের শেষেই ট্র্যাক এ্যান্ড ফিল্ড থেকে অবসর নেয়ার কথা রয়েছে বোল্টের। ২০০৮ সালে বেজিং, ২০১২ সালে লন্ডন এবং ২০১৬ সালে রিও ডি জেনিরো অলিম্পিকে একক আধিপত্য করেছেন বোল্ট। জিতেছেন এ তিন অলিম্পিকেই তিনটি করে ইভেন্টে অংশ নিয়ে। যদিও বেজিং অলিম্পিকে রিলে ইভেন্টে তার সঙ্গী নেস্তা কার্টারের ডোপ পাপের কারণে একটি স্বর্ণপদক ফিরিয়ে দিতে হয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে। কিন্তু নিজে নিখাঁদ ও পরিশুদ্ধ থেকে ধরাছোঁয়ার বাইরে ছিলেন সবার। এবার শেষ মৌসুমের শেষটা করতে চান নিজেকে বিজয়ী হিসেবেই। আগামী জুনেই অনুষ্ঠিত হবে বিশ্বচ্যাম্পিয়নশিপস। লন্ডনে সেই প্রতিযোগিতায় অংশ নেয়ার পরই শুরু হবে বোল্টের অবসর প্রস্তুতি। এ বিষয়ে বোল্ট বলেন, ‘বেশ কয়েক মাস পাচ্ছি নিজেকে প্রস্তুত করার। আমার যেভাবেই হোক ভাল থাকতে হবে।’ ১৫০ মিটারে অবশ্য এই নিট্রো সিরিজে বিশ্বরেকর্ড গড়তে পারেননি বোল্ট। ২০০৯ সালে তিনি নিজেই ম্যানচেস্টারে ১৪.৩৫ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন যা এখন পর্যন্ত অম্লান ১৫০ মিটারে। ২০০৯ সালেই বার্লিনে ২০০ মিটারে ১৯.১৯ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন ৩০ বছর বয়সী এ জ্যামাইকান। নিট্রো ইভেন্টে নিউজিল্যান্ডের জোসেফ মিলার ১৫.৪৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও ইংল্যান্ডের কনফিডেন্স লসন ১৫.৬৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন। এর মাত্র ৪৫ মিনিট পরেই ৪ী১০০ মিটার মিশ্র রিলে ইভেন্টে নেমে পড়েন বোল্ট নিজ দল নিয়ে। গত ৫ ও ৯ ফেব্রুয়ারি জেতা অলস্টারস এবারও জয় তুলে নেয় বোল্টের নেতৃত্বে। এ মৌসুমের পর অবসর নিলেও বোল্ট চাইছেন যতবেশি সম্ভব মিটে অংশ নিতে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি যত বেশি সম্ভব মিটে অংশ নিতে থাকব। যেহেতু এটা আমার শেষ মৌসুম, সবাই যাতে আমায় দেখতে পারে ওই সুযোগ তৈরি করতে চাই। এই ইভেন্ট নিশ্চিতভাবে বিশ্ব এ্যাথলেটিক্সকে উন্নত করবে। এ্যাথলেটদের জন্য বেশ সহায়ক হবে।’
×