ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কমনওয়েলথ গেমস আয়োজনের প্রত্যাশা বিওএর

প্রকাশিত: ০৫:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০১৭

কমনওয়েলথ গেমস আয়োজনের  প্রত্যাশা বিওএর

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার বিকেলে কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয় ৪৯ সদস্যের উপস্থিতিতে। সভায় সভাপতিত্ব করেন বিওএ’র সভাপতি জেনারেল আবু বেলাল মোঃ শফিউল হক, এসবিপি, এনডিসি, পিএসসি। উল্লেখ্য, বিওএ স্থাপিত হবার পর গত ৩৮ বছরে এই প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এই সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার লক্ষ্যে বিওএ’র কার্যালয়ে (অলিম্পিক ভবনের মিলনায়তনে) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন। নিজের মেয়াদকালে কোন্ বিষয়গুলো ছিল উল্লেখযোগ্য? শাহেদ রেজা বলেন, ‘বাংলাদেশ গেমস আয়োজন করা, একসঙ্গে অনেকগুলো ছোট ও অপ্রচিলত খেলা অন্তর্ভুক্ত করে সেই খেলায় অংশ নিতে ক্রীড়াবিদদের বিদেশে পাঠানো এবং অলিম্পিক ভিলেজ স্থাপনের জন্য কার্যক্রম শুরু করা। এই ভিলেজ স্থাপনের জন্য ইতোমধ্যেই পদ্মার পাড়ে জমিও দেখা হয়েছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাও হয়েছে। আমার ভবিষ্যত স্বপ্ন বাংলাদেশে কমনওয়েলথ গেমসসহ অন্যান্য বড়মাপের আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজনের।’ বার্ষিক সাধারণ সভার মূল কার্যক্রম শুরু হওয়ার পূর্বে স্বাধীনতাউত্তর যে সব খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক ও পৃষ্ঠপোষক ইন্তেকাল করেছেন এবং যারা বিভিন্নভাবে বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে ভূমিকা রেখেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তাদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। এরপর সভার নির্ধারিত আলোচ্যসূচী অনুযায়ী সভার কার্যক্রম পরিচালিত হয়। এই সভার আলোচ্যসূচীতে মোট ৮টি বিষয় অন্তর্ভুক্ত ছিল। আলোচ্যসূচী অনুযায়ী সভায় গৃহীত উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহ পরে সংবাদ মাধ্যমকে জানান হয়। সিদ্ধান্তগুলোÑ বিওএ’র বর্তমান কমিটির মেয়াদকালের মধ্যে বাস্তবায়িত সব কার্যক্রমের প্রতিবেদনটি সভায় গৃহীত হয় এবং সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়, বিওএ’র ২০১২-২০১৩ থেকে ২০১৫-২০১৬ পর্যন্ত ৪ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনসমূহ সভায় উপস্থাপিত হয় এবং সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়, বিওএ’র ২০১৬-২০১৭ অর্থবছরের জন্য নির্ধারিত কর্মসূচী বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ১১ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ১০০ টাকার বাজেট সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়, ২০০৩-২০০৪ অর্থবছর হতে নিরীক্ষা প্রতিবেদনে প্রদর্শিত অগ্রিম অসমন্বিত থাকায় নিরীক্ষক কর্তৃক আপত্তি উত্থাপনের বিষয়টি সভাকে অবহিত করা হয় এবং এ বিষয়ে বিগত কমিটির সময়ে করা মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়া সাপেক্ষে আপত্তিটি নিষ্পত্তি করার সিদ্ধান্ত হয়, বিওএ’র ২০১৬-২০১৭ অর্থবছরের হিসাব নিরীক্ষার জন্য মসিহ মুহিত হক এ্যান্ড কোংকে নিরীক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হয়, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে রিজিওনাল অলিম্পিক এ্যাসোসিয়েশন হিসেবে বিওএ’র আওতাভুক্ত করার আবেদনটি সভায় উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে আইওসি এবং বিওএ’র গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। শাহেদ রেজা জানান, ইতোমধ্যেই নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে। তারা খুব শীঘ্রই বিওএ’র নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এজিএমে যুব বাংলাদেশ গেমস নিয়েও আলোচনা হয়েছে। এই গেমস পরের অর্থবছরে অনুষ্ঠিত হবে। মাদার অব দ্য গেমস খ্যাত এ্যাথলেটিক্সের বেহাল দশা সম্পর্কে রেজা মন্তব্য করেন, ‘এই খেলাটাকে আরও গতিশীল করতে হবে। ট্যালেন্ট হান্ট করতে হবে।’
×