ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহিলা বিশ্বকাপ বাছাইয়ে স্কটিশ মেয়েরা পরাজিত ৭ উইকেটে

দুর্দান্ত জয় বাংলাদেশের মেয়েদের

প্রকাশিত: ০৬:২৪, ১১ ফেব্রুয়ারি ২০১৭

দুর্দান্ত জয় বাংলাদেশের মেয়েদের

স্পোর্টস রিপোর্টার ॥ জয় পাওয়াটা অপরিহার্য ছিল। জিততে না পারলে সুপার সিক্সে ওঠার সমীকরণ কঠিন হয়ে যেত বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের জন্য। সেই প্রত্যাশিত জয়টা বেশ বড় ব্যবধানেই পেয়েছে রুমানা আহমেদরা। শুক্রবার কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে স্কটল্যান্ড মহিলা ক্রিকেট দলকে ৭ উইকেটে বিধ্বস্ত করে সুপার সিক্সে ওঠার রাস্তা সুগম করেছে। প্রথমে ব্যাট করে স্কটিশ মহিলারা ৪৯.১ ওভারে ১৪০ রানেই গুটিয়ে যায়। জবাব দিতে নেমে ৩৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। আজ ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মেয়েদের মুখোমুখি হবে রুমানারা। ম্যাচটি কলম্বোর পি.সারা ওভালে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, তিন ম্যাচে দুই জয়ে এখন বাংলাদেশের পয়েন্ট ৪। টস জিতে আগে ব্যাট হাতে নেয় স্কটিশ মেয়েরা। শুরুতেই পেসার পান্না ঘোষ তাদের ধাক্কা দেন ইনিংসের চতুর্থ ওভারে সারাহ ব্রাইসকে (৪) সাজঘরে ফিরিয়ে। চাপটা অব্যাহত রাখেন দুই পেসার জাহানারা আলম ও পান্না। বিশেষ করে জাহানারা কোণঠাসা করে ফেলেন স্কটিশ ব্যাটারদের। ১৫.৩ ওভারে মাত্র ৩৭ রান করতেই দ্বিতীয় উইকেটের পতন ঘটে তাদের। এবার অফস্পিনার খাদিজাতুল কুবরা ফিরিয়ে দেন আরেক ওপেনার অলিভিয়া রাইকে (১৬)। পরের ওভারে ক্যাথরিন ব্রাইসকেও (১৭) শিকার করেন রুমানা। তবে চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন ক্যারি এ্যান্ডারসন ও র‌্যাচেল স্কোলস। ৫০ রানের জুটি গড়েন তারা ৯০ বল খেলে। তবে স্কোলসকে (১৪) সরাসরি বোল্ড করে ফিরিয়ে দেন সালমা খাতুন। এরপর বাংলাদেশী মেয়েদের আঁটসাঁট বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। ক্যারি ৫৭ বলে ৪ চারে সর্বোচ্চ ২৮ রান করে সাজঘরে ফিরে যান কুবরার বলে এলবিডব্লিউ’র শিকার হয়ে। ৫ বল বাকি থাকতেই ১৪০ রানে শেষ হয় স্কটিশদের ইনিংস। তিনটি করে উইকেট নেন কুবরা ও সালমা। জবাব দিতে নেমে ৩২ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে রানের গতিটা দ্রুত রেখেছিলেন শারমিন সুলতানা ও ও শারমিন আখতার। সুলতানা ১৫ ও সানজিদা মাত্র ৩ রানে সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে ৩৬ রান যোগ করেন শারমিন ও ফারাজানা হক পিংকি। তবে দেখেশুনে দারুণ খেলতে থাকা শারমিন ৪১ বলে ২ চারে ২২ রান করে সাজঘরে ফেরেন। এরপর আর পেছনে ফিরে তাকাননি ফারাজানা ও রুমানা জুটি। তারা অবিচ্ছিন্ন থেকে চতুর্থ উইকেটে তোলেন ৭৫ রান। ফারাজানা হাঁকান অর্ধশতক। তিনি ১০৯ বলে ৮ চারে ৫৩ আর রুমানা মাত্র ৪৬ বলে ৬ চারে ৩৮ রান করে অপরাজিত থাকেন। ১২ ওভার ৩ বল বাকি থাকতেই ৩ উইকেটে ১৪৩ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। ৩ ম্যাচে ২ জয় নিয়ে ৪ পয়েন্ট অর্জন করা বাংলাদেশ এখন ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে তিন নম্বরে। এই অবস্থান ধরে রাখতে পারলেই সুপার সিক্স নিশ্চিত হবে রুমানাদের। স্কোর ॥ স্কটল্যান্ড মহিলা দলের ইনিংস- ১৪০/১০; ৪৯.১ ওভার (ক্যারি ২৮, ক্যাথরিন ১৭, রাই ১৬; সালমা ৩/২১, কুবরা ৩/৩১, রুমানা ২/২৪)। বাংলাদেশ মহিলা দলের ইনিংস- ১৪৩/১০; ৩৭.৩ ওভার (ফারজানা ৫৩*, রুমানা ৩৮*, শারমিন ২২, সুলতানা ১৫; স্কোলস ১/২৭, ক্যাথরিন ১/৩৩, ম্যাকগিল ১/৩৩)। ফল ॥ বাংলাদেশ মহিলা দল ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ রুমানা আহমেদ (বাংলাদেশ মহিলা দল)।
×