ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের এ্যাটর্নি জেনারেল হলেন জেফ সেশনস

প্রকাশিত: ০৪:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রের এ্যাটর্নি জেনারেল হলেন জেফ সেশনস

যুক্তরাষ্ট্রের এ্যাটর্নি জেনারেল হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত জেফ সেশনসের নিয়োগ অনুমোদন করেছে মার্কিন সিনেট। বুধবার সিনেটের ভোটাভুটিতে ৫২-৪৭ ভোটে আলাবামা অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টির সিনেটর সেশনসের নিয়োগ নিশ্চিত হয়। খবর বিবিসির। প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে বিতর্কিত মনোনয়নগুলোর মধ্যে সেশনসের মনোনয়ন অন্যতম। তার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ আছে। এই অভিযোগের কারণে ১৯৮৬ সালে তার ফেডারেল বিচারক হওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছিল। ভোটাভুটির আগে সেশনসের মনোনয়ন নিয়ে মার্কিন সিনেটে দীর্ঘ শুনানি হয়। এতে নাগরিক অধিকারের বিষয়ে সেশনসের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ জানান ডেমোক্র্যাট সিনেটররা। শেষ পর্যন্ত দলীয় দৃষ্টিভঙ্গি অনুসারেই সিনেটের ফলাফল নির্ধারিত হয়। শুধু ওয়েস্ট ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর জো মানচিন সেশনসের পক্ষে ভোট দিয়েছেন। এ্যাটর্নি জেনারেল হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের দায়িত্ব নেবেন সেশনস। ৯৩ কৌঁসুলিসহ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে এক লাখ ১৩ হাজার কর্মী আছেন। এ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়নের পর এক বিবৃতিতে সেশনসকে একজন বিশ্বমানের আইনজ্ঞ হিসেবে অভিহিত করেন ট্রাম্প। সাবেক কৌঁসুলি সেশনস ১৯৯৬ সালে সিনেটর নির্বাচিত হন। নির্বাচনী প্রচারাভিযানের পুরো সময়টাই তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করেন। মেক্সিকো সীমান্তে ট্রাম্পের দেয়াল তোলার প্রস্তাবের উৎসাহী সমর্থক সেশনস অনিবন্ধিত অভিবাসীদের নাগরিকত্ব দেয়ার যেকোন ধরনের প্রস্তাবেরও বিরোধী। ইসরাইল-মিসর সীমান্তে দুই ফিলিস্তিনী নিহত ॥ দাবি হামাসের মিসর ও ইসরাইল সীমান্তের কাছে বুধবার রাতে দুই ফিলিস্তিনী নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে বলে বৃহস্পতিবার হামাস এ কথা জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহতের জন্য ইসরাইলের বিমান হামলাকে দায়ী করেছে। খবর এএফপির। গাজা সীমান্তবর্তী মিসরের সিনাই থেকে বুধবার সন্ধ্যায় ইসরাইলের লোহিত সাগর তীরবর্তী পর্যটনকেন্দ্র এইলাতে বেশ কয়েকটি রকেট ছোড়ার পর তেলআবিব এ বিমান হামলা চালায়।
×