ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদ টেস্ট

বাংলাদেশকে আমলে নিচ্ছেন না শাস্ত্রী!

প্রকাশিত: ০৬:৩০, ৯ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশকে আমলে নিচ্ছেন না শাস্ত্রী!

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো ভারত সফরে টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ। টাইগার ক্রিকেটের প্রশংসা করছেন স্বাগতিক কোচ অনিল কুম্বলে ও অধিনায়ক বিরাট কোহলি। হায়দরাবাদে প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক তারা। তবে ভারতের মাটিতে টেস্টে বাংলাদেশের খুব একটা আশা দেখেন না দেশটির আরেক তারকা রবি শাস্ত্রী। তার মতে, মুশফিকুর রহীমরা বড় জোড় দু’এক সেশন ভাল করতে পারে, গোটা পাঁচদিন নয়। শাস্ত্রী বলেন, ‘টেস্টে বাংলাদেশের সমস্যাটা হলো তারা এখানে একটি-দুটি সেশনে হয়তো ভাল করতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে দুই-তিনদিন ভাল খেলে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তারের পর ম্যাচ জেতার সামর্থ্যরে অভাব আছে। হায়দরাবাদে এটিরই পরীক্ষা হবে। এই টেস্ট থেকে তারা যা পেতে পারে, সেটি হচ্ছে অভিজ্ঞতা।’ শাস্ত্রী ভারতীয় ক্রিকেটে অনেক উঁচুমানের ব্যক্তিত্ব। ছিলেন টিম ডিরেক্টর ও অন্তর্বর্তী কোচের দায়িত্বে। দীর্ঘদিন ধরে দেখার অভিজ্ঞতাই শুধু নয়, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে বাংলাদেশের কাছেই ওয়ানডে সিরিজ হারের তীক্ত অভিজ্ঞতা আছে। কিন্তু টেস্টে বাংলাদেশ সেই সামর্থ্যরে পুনরাবৃত্তি ঘটাতে পারবে কি না, এটি নিয়ে সংশয় থেকেই গেছে তার মনে। ভারতের সাবেক এই ক্রিকেটারের মতে, হায়দরাবাদ টেস্ট থেকে বাংলাদেশ যা পেতে পারে, তা হলো অভিজ্ঞতা। এই সফর থেকে খুব ভাল অভিজ্ঞতা নিয়েই ফিরবে বাংলাদেশ। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ কেন ভাল করছে সেটিরও ব্যাখ্যা দিয়েছেন তিনি। এই সংস্করণে বাংলাদেশী ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে কোন প্রশ্নই নেই এই বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকারের, ‘বাংলাদেশী ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে কোন প্রশ্ন নেই। সীমিত ওভারের ক্রিকেটে তারা ভাল করছে কারণ, এখানে খুব বেশি সময় ধরে মনোযোগ ধরে রাখতে হয় না। টেস্টে তাদের এই জায়গাটাতেই ঘাটতি।’ বিরাট কোহলির নেতৃত্বাধীন বর্তমান দলটিকে ‘ইতিহাসের সবচেয়ে আত্মবিশ্বাসী’ ভারতীয় ক্রিকেট দল বলছেন শাস্ত্রী। র‌্যাঙ্কিংয়ের পার্থক্য থাকলেও হায়দরাবাদে বাংলাদেশের সঙ্গে সাবধানী ক্রিকেট খেলারই পরামর্শ এই ক্রিকেট ব্যক্তিত্বের, ‘সীমিত ওভারের ক্রিকেটে খুব দ্রুতই উন্নতি করছে বাংলাদেশ। টেস্টে এখনও তাদের শেখার অনেক কিছু থাকলেও বাংলাদেশকে খুব বেশি হালকাভাবে দেখার কোন সুযোগ নেই।’ খুব বেশিÑ ব্যাখ্যাটিতেই টেস্টের বাংলাদেশ নিয়ে শাস্ত্রীর মনোভাব ফুটে ওঠে। তবে বর্তমান কোচ ও আরেক গ্রেট কুম্বলে কিন্তু সিরিয়াস, ‘বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক ভাল দল। সমীহ করতেই হবে। দলটিতে দুর্দান্ত কিছু ক্রিকেটার আছে, আছে ভাল অলরাউন্ডার। টাইগারদের সমীহ না করে উপায় নেই। আমার বিশ্বাস, ম্যাচটা দারুণ উপভোগ্য হবে।’ মার্সেল ফুটবলের পুরস্কার বিতরণী স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের ২৯ অক্টোবর ৮টি দলকে নিয়ে মাঠে গড়ায় ‘মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ’ ফুটবল। চলতি বছরের ৯ জানুয়ারি শেষ হয় প্রথম শ্রেণীর এই ফুটবল লীগ। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লীগে উন্নীত হয়। প্রথমবারের মতো অংশ নেয়া সাইফ স্পোর্টিং ক্লাবও ২৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে প্রিমিয়ার ডিভিশন লীগে নাম লেখায়। আগামী শনিবার অনুষ্ঠিত হবে এই লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লীগের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী ও ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) এরসঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেয়া হবে। বিজেএমসি’র কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া আজ স্পোর্টস রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার থেকে ঢাকার ডেমরার করিম জুট মিলের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে চারদিনব্যাপী বিজেএমসি’র কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৩৬তম আসর। এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন বস্ত্র ও পাট সচিব শুভাশীষ বসু। পুরস্কার বিতরণ ও প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
×