ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

প্রোটিয়াদের শীর্ষে ওঠার হাতছানি

প্রকাশিত: ০৬:২৮, ৯ ফেব্রুয়ারি ২০১৭

প্রোটিয়াদের শীর্ষে ওঠার হাতছানি

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে সিরিজে জিতেই চলেছে দক্ষিণ আফ্রিকা। হাইস্কোরিং চতুর্থ ম্যাচে সফরকারী শ্রীলঙ্কাকে ৪০ রানে হারিয়ে সিরিজে ৪-০তে এগিয়ে গেছে এবি ডি ভিলিয়ার্সের দল। কেপটাউনে ফ্যাফ ডুপ্লেসিসের ১৮৫ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৬৭ রানের বড় স্কোর গড়ে প্রোটিয়ারা। জবাবে ৪৮.১ ওভারে ৩২৭ রানে থামে লঙ্কানদের সংগ্রহ, বিফলে যায় অধিনায়ক উপুল থারাঙ্গার সেঞ্চুরি (১১৯)। দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা ডুপ্লেসিস। দাপটের সঙ্গে ৪-০ করে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সমান ১১৮ রেটিং পয়েন্ট এখন দ. আফ্রিকার (দ্বিতীয়)। এ ধারা অব্যাহত থাকলে প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করার পশাপাশি প্রোটিয়ারা শীর্ষে উঠে যাবে। কেপটাউনে শুক্রবার অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। দক্ষিণ আফ্রিকা দলীয় ৩ রানেই হাসিম আমলাকে (১) হারায়। এরপরই শুরু কুইন্টন ডি’কক ও ডুপ্লেসিসের তা-ব। দ্বিতীয় উইকেট জুটিতে ১৪ ওভারে ১০০ রান যোগ করেন দু’জনে। ৫৫ রান করে ডি’কক আউট হলে ডি ভিলিয়ার্স যোগ দেন। চতুর্থ উইকেটে ফ্যাফ-এবি তোলেন ১৩৭। অধিনায়ক ডি ভিলিয়ার্স আউট হন ৬৪ রান করে। শেষ ওভারে আউট হওয়ার আগে ১৪১ বলে ১৬ চার ও ৩ ছক্কায় ১৮৫ রানের ম্যারাথন ইনিংস খেলেন ডুপ্লেসিস। গড়েন দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তখনও ৪ বল বাকি। আউট না হলে হয়ত গ্যারি কার্স্টেনকে (১৮৮*) টপকে রেকর্ডটাই গড়ে ফেলতে পারতেন। অতিথিদের হয়ে দুটি করে উইকেট নেন লাহিরু কুমারা ও সচিথ পাথিরানা। বড় স্কোরের জবাবে শ্রীলঙ্কার শুরুটাও ছিল দুর্দান্ত। ওপেনিংয়ে ১৩৯ রান তুলে নেন নিরোশান দিকওয়েলা (৫৮) ও অধিনায়ক থারাঙ্গা (১১৯)। সঙ্গে সেন্দান ওয়েরাকোদি ৫৮ ও অসিলা গুনারতেœর ৩৮ লঙ্কানদের ৩২৭-এ পৌঁছে দেয়। আগের তিন ওয়ানডেতে ১৯০-এর নিচে অলআউট থারাঙ্গার দল সফরে প্রথমবারের মতো তিন শ’ পেরোতে সক্ষম হয়। ওয়েইন পারনেল একাই নেন ৪ উইকেট। ম্যাচ শেষে সফরকারী অধিনায়ক থারাঙ্গা বলেন, ‘আমাদের শুরুটা দারুণ ছিল। তবে দুর্ভাগ্যবশত নিয়মিত উইকেট পড়ে যাওয়া ম্যাচটা জিততে পারিনি।’ আর বিজয়ী সেনাপতি ডি ভিলিয়ার্স বলেন, ‘ফ্যাফ অসাধারণ ব্যাটিং করেছে। শেষ ম্যাচ জিতে সিরিজ ৫-০ করার পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে চাই।’ স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা ৩৬৭/৫ (৫০ ওভার; আমলা ১, ডি কক ৫৫, ডুপ্লেসিস ১৮৫, ডি ভিলিয়ার্স ৬৪, ডুমিনি ২০, বেহারদিয়েন ৩৬*, পারনেল ১*; কুলাসেকারা ০/৭৪, কুমারা ২/৭৩, মদুশঙ্কা ১/৬৯, ডি সিলভা ০/১৮, সান্দাকান ০/৬২, পাথিরানা ২/৫৫, গুনারতেœ ০/১৬)। শ্রীলঙ্কা ৩২৭/১০ (৪৮.১ ওভার; দিকওয়েলা ৫৮, থারাঙ্গা ১১৯, মেন্ডিস ২৯, বিরাক্কডি ৫৮, ডি সিলভা ৫, গুনারতেœ ৩৮, কুলাসেকারা ১, পাথিরানা ১, মদুশঙ্কা ৬, কুমারা ১*, সান্দাকান ১; পারনেল ৪/৫৮, প্রিটোরিয়াস ২/৫৫, ডুমিনি ০/১২, রাবাদা ২/৫০, তাহির ২/৭৬, শামসি ০/৬০, বেহারদিয়েন ০/৯)। ফল ॥ দক্ষিণ আফ্রিকা ৪০ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ডুপ্লেসিস (দ. আফ্রিকা)। সিরিজ ॥ পাঁচ ওয়ানডের সিরিজে দ. আফ্রিকা ৪-০তে এগিয়ে।
×