ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিতর্কিত ডেভোসই পেলেন ট্রাম্পের শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশিত: ০৩:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০১৭

বিতর্কিত ডেভোসই পেলেন ট্রাম্পের শিক্ষা মন্ত্রণালয়

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মধ্যস্থতায় শেষমেশ শিক্ষামন্ত্রী হিসেবে টিকে গেলেন ধনকুবের বেটসি ডেভোস। বেটসি ডেভোসকে দেয়া ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মনোনয়ন নিয়ে দৃশ্যত বিভাজিত হয়ে পড়েছিল সিনেট। দীর্ঘ যুক্তিতর্কের পর সিদ্ধান্ত গড়ায় ভোটে। সমান সংখ্যক ভোটেও যখন বরফ গলছিল না, মাইক পেন্সের মধ্যস্থতায় সিদ্ধান্ত যায় ডেভোসের পক্ষে। খবর বিবিসির। ইউএস সংবিধান অনুযায়ী, সিনেটের প্রেসিডেন্ট পদটি অলঙ্কৃত করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। তার ভোটের তখনই প্রয়োজন পড়ে যখন দু’পক্ষের ভোট সমান হয়ে যায়। কার্যত শিক্ষাবিষয়ক কোনো অভিজ্ঞতা নেই মন্ত্রিপরিষদে স্থান পাওয়া এই ধনকুবেরের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই প্রথম যেখানে একজন মন্ত্রীর মনোনয়ন টেকাতে ভাইস প্রেসিডেন্টের ভোটের প্রয়োজন পড়লো। ভোটাভুটি শেষে বেটসি ডেভোস এক টুইটে বলেন, আমি সিনেট প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞ এবং সেই সঙ্গে শিক্ষামন্ত্রী হিসেবে আমাকে বেছে নেওয়ায় সম্মানিত বোধ করছি। অ ন্য র ক ম কুকুরের আশ্রয় কেন্দ্র ভারতের ব্যাঙ্গালুরু রাজ্যের সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাকেশ শুক্লা (৪৫) ২০০৯ সাল থেকে রাস্তার কুকুরদের ভরণ-পোষণ করা শুরু করেন। কিছুদিন পরই তার বাড়ি কুকুরে ভরে যায়। এতগুলো কুকুর তার স্ত্রীর একার পক্ষে দেখাশোনা করা সম্ভব নয় বলে সেগুলোকে তিনি তার অফিসের ছাদে নিয়ে যান। সেখানে গড়ে তোলেন একটি কুকুরের আশ্রয় কেন্দ্র। লোক দিয়ে সেগুলোর পরিচর্যার ব্যবস্থা করেন। এরপর ২০১১ সালে ব্যাঙ্গালুরু শহরের পরিত্যক্ত, বেওয়ারিশ কুকুর সংগ্রহের উদ্দেশ্যে তিনি প্রতিষ্ঠা করেন ‘দ্য ভয়েস অব স্ট্রে ডগস’ নামের একটি সংস্থা, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সিটিভিত্তিক কুকুর রেসকিউ (উদ্ধার) সংস্থা হিসেবে বিবেচিত। ২০১২ সালে দোদবাল্লাপুর শহরে জমি কিনে কুকুরদের জন্য আধুনিক আশ্রয় কেন্দ্র গড়ে তোলেন। বর্তমানে সেখানে ৭৩৫টি কুকুর রয়েছে। কুকুরের প্রতি অগাধ ভালবাসার জন্য রাকেশকে ডগ ফাদার বলে সবাই চেনে। -ওয়েবসাইট
×