ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোহলিকে থামাতে পন্টিং যা বললেন...

প্রকাশিত: ০৫:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০১৭

কোহলিকে থামাতে পন্টিং যা বললেন...

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত সফর প্রতিপক্ষ দলগুলোর জন্য আতঙ্ক, বিরাট কোহলি সেখানে আরও বড় আতঙ্কের নাম। অনেকের মতে সময়ের সেরা ব্যাটসম্যান সে। টেস্ট, ওয়ানডে কিংবা টি২০- রানের বন্যা বইয়ে দিচ্ছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তুলে এনেছেন। বৃহস্পতিবার হায়দরাবাদে একমাত্র টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সেখানে কোহলিই হয়ে উঠতে পারেন মুশফিকুর রহীমদের মাথা ব্যথার বড় কারণ। এরপর ভারত সফরে স্টিভেন স্মিথদের জন্যও সমস্যাটা অভিন্ন। অতিথি দু’দল তাই রিকি পন্টিংয়ের পরামর্শ কাজে লাগাতে পারে। রান-মেশিন কোহলিকে থামানোর মনস্তাত্ত্বিক ও টেকনিক্যাল দুটি দিকই ব্যাখ্যা করেছেন তিনি। ভারতে এবার চার টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ২৩ ফেব্রুয়ারি পুনের ম্যাচ দিয়ে শুরু মাঠের লড়াই। পন্টিং বলেন, ‘কোহলির একটা ব্যাপার আছে, ও যখনই মুখোমুখি লড়াইয়ের সামনে পড়ে, একটু হলেও নিজের স্বস্তির জায়গার বাইরে চলে আসে। খেয়াল করলেই দেখবেন, ও তখন মারাত্মক আক্রমণাত্মক হয়ে ওঠে। এটা হয়তো ওর জন্য ভাল, কিন্তু প্রতিপক্ষের জন্যও ভাল। কি ঘটবে, তা তো আমরা দেখতেই পারব। তবে ওর মধ্যে আমি আমার কিছুটা ছাঁয়া দেখি। সেও জাতীয় দলের জার্সিটার জন্য প্রাণ দিয়ে দেয়। মাঠেও দেখবেন খুব ছটফটে। খুবই আক্রমণাত্মক।’ সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়কের মতে, কোহলিকে তার স্বস্তির জায়গা থেকে বের করে আনতে হবে। রাখতে হবে অস্বস্তিতে। মাইক হাসি যদিও বলেছেন, কোহলিকে সেøজিং করে খ্যাপানো যাবে না। তাতে উল্টো বিপদ হতে পারে। কিন্তু পন্টিং মনে করেন, কোহলিকে রাগিয়ে দিতে হবে। আবেগটা যেমন কোহলির সবচেয়ে বড় শক্তি, আবার দুর্বলতাও। কোহলিকে থামাতে মাঠে প্রতিপক্ষ অধিনায়কের জন্য পন্টিংয়ের পরামর্শ, ‘বিরাটের মতো খেলোয়াড়দের বেলায় যেটা করতে হবে, ওর বাউন্ডারির জায়গাগুলো বন্ধ করে ?দিন। ওকে বাধ্য করুন মাঠের ভিন্ন ভিন্ন জায়গায় খেলে রান করতে। ওকে বাধ্য করুন যেন রান পেতে উ?ইকেটে অনেকক্ষণ থাকতে হয়।’ তবে কোহলির প্রতি নিজের মগ্ধতা গোপন করেননি। পান্টিং বলেন, ‘বিরাট কি বিশ্বের সেরা ব্যাটসম্যান? হ্যাঁ, সম্ভবত সে-ই সেরা। এই ভাবনা ছয় কি সাত মাস আগেই আমার মাথায় এসেছিল। আর তারপর তো ও নিজেকে অন্য এক উচ্চতাতেও নিয়ে গেছে।’ ঘরের মাটিতে ভারত কতটা ভয়ঙ্কর কদিন আগে ইংল্যান্ড সেটি টের পেয়েছে। পাঁচ টেস্টের সিরিজে ৪-০তে হারের পর এ্যালিস্টার কুককে নেতৃত্ব ছাড়তে হয়েছে। পন্টিং মনে করেন, ভারত শুরুতেই যে গতিটা তৈরি করবে, আগে সেটিকে থামাতে হবে। এ বিষয়ে তিনি আারও বলেন, ‘ভারত একবার ছন্দটা পেয়ে গেলে প্রতিপক্ষ আর সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারে না। আমাদের ২০০১ সালের সিরিজটাই প্রমাণ। সেবার মুম্বাইয়ে ১০ উইকেটে জিতল অস্ট্রেলিয়া। কলকাতা টেস্টে ফলোঅন করতে নেমেছিল ভারত। সিরিজ জয় তখন অস্ট্রেলিয়ার নাগালে। কিন্তু সেই ম্যাচটাই ভারত অবিশ্বাস্যভাবে জিতে নিয়েছিল। এরপর সিরিজের শেষ টেস্টটাও জিতল নাটকের রোমাঞ্চ ছড়িয়ে।’ পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ২৩ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টেস্ট শুরু। বাকি তিনটি যথাক্রমে বেঙ্গালুরু, রাঁচি ও ধর্মশালায় ৪, ১৬ ও ২৫ মার্চ থেকে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে কোহলির ভারত, অস্ট্রেলিয়া দুইয়ে। সিরিজটি ঘিরে তাই আগ্রহ অনেক।
×