ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা

প্রকাশিত: ০৪:৩১, ৮ ফেব্রুয়ারি ২০১৭

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৭ ফেব্রুয়ারি ॥ মঙ্গলবার রংপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশনের উদ্যোগে রংপুরের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান করা হয়। রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল হাকিম মিয়াসহ রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ। কৃষিমেলা শুরু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়ায় ৪ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন প্রকল্প বাস্তবায়ন পরিচালক কৃষিবিদ বছির উদ্দিন। কচুয়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে¡ সভায় বক্তব্য দেন কৃষিবিদ মোহাম্মদ মোহসীন, প্রকল্প পরিচালক কৃষিবিদ জি এম রুহুল আমীন, কৃষিবিদ নিত্যরঞ্জন বিশ্বাস, ডিডি আফতাব উদ্দিন, কৃষিবিদ দীপক রায়, ইউএনও আসিফুর রহমান, কৃষি কর্মকর্তা শ্বাশ্মতী এদবর, শিকদার হাদিউজ্জামান হাদিজ, বিভাষ সাহা, আবু বক্কার সিদ্দিক, পঙ্কজ অধিকারী প্রমুখ।
×