ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিছু ঘটলে দায়ী হবে বিচার ব্যবস্থা ও বিচারক ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৪:৪২, ৭ ফেব্রুয়ারি ২০১৭

কিছু ঘটলে দায়ী হবে বিচার ব্যবস্থা ও বিচারক ॥ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার দায়ভার নিতে অস্বীকার করেছেন। রবিবার তিনি বলেন, আমেরিকা হামলার শিকার হলে সাতটি মুসলিম প্রধান দেশের ওপর তার ভ্রমণ নিষেধাজ্ঞা আটকে দেয়া ফেডারেল বিচারক ও মার্কিন বিচার ব্যবস্থা দায়ী থাকবে। খবর গার্ডিয়ান, টেলিগ্রাফ ও বিবিসির। বিচারক জেমস রবার্ট শরণার্থী ও ভ্রমণ বিষয়ে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করার দুই দিন পর এবং নিষেধাজ্ঞা বহালে হোয়াইট হাউসের জরুরী ভিত্তিতে করা আপীল বিচারকদের একটি প্যানেল খারিজ করে দেয়ার একদিন পর ট্রাম্প রবিবার টুইটারে লেখেন, ‘বিশ্বাস করতে পারছি না, একজন বিচারক আমাদের দেশকে এমন বিপদে ফেলে দেবেন। যদি অনাকাক্সিক্ষত কিছু ঘটে তাহলে দায় বর্তাবে তার (বিচারক) ও বিচার ব্যবস্থার ওপর।’ ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা শরণার্থী ও অভিবাসন বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ পুনর্বহাল করতে নতুন করে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। তবে তারা বিচারকের রায় মেনে চলবেন এবং আইনী লড়াই অব্যাহত রাখবেন। স্যানফ্রান্সিসকোর আপীল আদালত রবিবার সকালে রবার্টের আদেশ জরুরী ভিত্তিতে স্থগিত করতে বিচার দফতরের করা একটি আবেদন খারিজ করে দেয়। এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প আস্থা ব্যক্ত করেন, রবার্টের আদেশ স্থগিতের আবেদন মঞ্জুর হবে। তবে আবেদন খারিজ হলেও প্রেসিডেন্ট ও মিত্ররা আইনী লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করেছেন। এ লড়াই মার্কিন সুপ্রীমকোর্টে গড়াতে পারে। এর আগে রবিবার সকালে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ট্রাম্পের পক্ষে সাফাই গান। তিনি বলেন, ট্রাম্প সরকারের অপর দুই শাখার সমালোচনা করার পূর্ণ অধিকার রাখেন। কিন্তু যখন মনে হচ্ছে, ট্রাম্প বিচারকের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন তখন পেন্স বললেন, কোন সন্দেহ নেই যে, নিষেধাজ্ঞা আটকে দেয়ার ক্ষমতা বিচারকের রয়েছে।
×