ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিন্যান্স, ব্যাংকি ও বিমা-১ম পত্র (অর্থায়ন), বিষয় কোড- ২৯২;###;মোঃ মাহ্ ফুজুল হাসান (ডন)

একাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:০৪, ৭ ফেব্রুয়ারি ২০১৭

একাদশ শ্রেণির পড়াশোনা

সহকারী অধ্যাপক শাহ্ নিয়ামতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। প্রথম অধ্যায় ঃ অর্থায়নের সূচনা (সৃজনশীল প্রশ্ন) জনাব টুটুল একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। তিনি শেয়ার বাজারের ৫ লক্ষ টাকার শেয়ার ক্রয় করেন। শেয়ারের মূল্য পতন হওয়ায় প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখিন হন। এই পরিস্থিতিতে ঝুঁকি কমানোর জন্য একজন বিনিয়োগ পরামর্শক এর দারস্থ হন। তার পরামর্শে তিনি নির্দিষ্ট মেয়াদের জন্য ব্যাংকে টাকা জমা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রশ্ন ঃ (ক) অর্থায়ন কী? উত্তর ঃ কোন প্রতিষ্ঠনের অর্থের পরিকল্পনা গ্রহণ, অর্থসংগ্রহ, বিনিয়োগ, সংরক্ষণ এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকে অর্থায়ন বলে। প্রশ্ন ঃ (খ) ঝুঁকি ও মুনাফার সম্পর্ক ব্যাখ্যা কর। উত্তর ঃ প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় কম হওয়ার যে সম্ভাবনা, তাকে ঝুঁকি বলে। অপরদিকে, বিনিয়োগ হতে প্রাপ্ত নগদ সুবিধাকে মুনাফা বলে। কোনো কোম্পানি যদি তার সংগৃহীত তহবিল ঝুঁকিমুক্ত প্রকল্পে বিনিয়োগ করে তবে মুনাফার পরিমাণ কম হবে। কিন্তু কোম্পানি যদি তার মূলধন অধিক ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করে তবে মুনাফার পরিমাণ যেমন বেশি হওয়ার সম্ভাবনা তেমনি ঝুঁকির পরিমাণও অনেক বেশি। তাই ঝুঁকি ও মুনাফার মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। প্রশ্ন ঃ (গ) শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ অর্থায়নের কোন নীতির অর্ন্তভূক্ত?- ব্যাখ্যা কর। উত্তর ঃ উদ্দীপকে টুটুল শেয়ারবাজারে ৫ লক্ষ টাকা বিনিয়োগ অর্থায়নের ঝুঁকি ও মুনাফা নীতির অন্তর্ভূক্ত। কোনো বিনিয়োগ প্রকল্প হতে প্রত্যাশিত মুনাফার তুলনায় প্রকৃত মুনাফা কম হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। তাই এ নীতি অনুসারে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের সময় আর্থিক ব্যবস্থাপককে প্রত্যাশিত মুনাফার সাথে ঝুঁকির সমন্বয়সাধন করতে হয়। উদ্দীপকে টুটুল শেয়ারবাজারে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন। শেয়ারের মুল্য পড়ে যাওয়ায় তিনি প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তার অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকি ও মুনাফা নীতির অন্তর্ভুক্ত। কারণ শেয়ারবাজারে বিনিয়োগ একদিকে যেমন প্রচুর লাভের সুযোগ আছে অন্যদিকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঝুঁকির সাথে মুনাফার ধনাত্মক সম্পর্ক রয়েছে। টুটুল অধিক লাভের আশায় শেয়ার বাজারে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করেছিলেন। তাই শেয়ার বাজারে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করেছিলেন। তাই শেয়ার বাজারে তার ৫ লক্ষ টাকা বিনিয়োগ অর্থায়নের ঝুঁকি ও মুনাফা নীতির অন্তর্ভূক্ত হিসেবে গণ্য হবে। প্রশ্ন ঃ (ঘ) উদ্দীপকে জনাব টুটুলের ঝুঁকি কমানোর জন্য নির্দিষ্ট মেয়াদে ব্যাংকে টাকা জমা রাখার সিদ্ধান্তের যৌক্তিকতা কি? মতামত দাও। উত্তর ঃ উদ্দীপকে ঝুঁকি হ্রাসের লক্ষ্যে ব্যাংকে টাকা জমা করে রাখা সম্পর্কিত টুটুলের সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করি। ব্যাংকে টাকা জমা রাখলে গ্রাহককে কোনো প্রকার ঝুঁকি বহন করতে হয় না। ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখলে গ্রাহক তার ওপর সুদ পায়। উদ্দীপকে ঝুঁকি হ্রাসের লক্ষ্যে ব্যাংকে টাকা জমা করে রাখা সম্পর্কিত টুটুলের সিদ্ধান্ত যৌক্তিক হয়েছে। শেয়ারের মূল্য পড়ে যাওয়ায় টুটুল প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হন। পরবর্তীতে ঝুঁকি হ্রাসের লক্ষে বিনিয়োগ পরামর্শক-এর পরামর্শে তিনি নির্দিষ্ট মেয়াদের জন্য ব্যাংকে টাকা জমা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা জমা রাখার ফলে তিনি জমাকৃত অর্থের ওপর সুদ পাবেন। ব্যাংকে কোনো ঝুঁকি নেই। তার আর্থিক ক্ষতি থেকে বেরিয়ে আসার জন্য এর চেয়ে আর উপর্যুক্ত ক্ষেত্র নেই। তাই ঝুঁকি হ্রাসের লক্ষ্যে ব্যাংকে টাকা জমা করে রাখা সম্পর্কিত টুটুলের সিদ্ধান্ত যৌক্তিক হয়েছে। প্রথম অধ্যায় ঃ অর্থায়নের সূচনা (বহুনির্বাচনী প্রশ্ন) ১। অর্থায়নের প্রধান কাজ কোনটি? ক) মূলধন বাজেটিং খ) মুনাফা অর্জন গ) তহবিল সংগ্রহ ঘ) উৎস চিহ্নিতকরণ ২। একটি ফার্মের মূল লক্ষ্য কোনটি? ক) মুনাফা সর্বাধিকরণ খ) সম্পদ সর্বাধিকরণ গ) তারল্য সর্বাধিকরণ ঘ) ব্যবসায় সম্প্রসারণ ৩। একাধিক প্রকল্পে বিনিয়োগ করা হলে তাকে কী বলা হয়? ক) পোর্টফোলি ও বৈচিত্রায়নের নীতি খ) তারল্য নীতি গ) উপযুক্ততার নীতি ঘ) সেবার নীতি ৪। মুনাফা অর্জনের জন্য যে অর্থায়ন গঠিত ও পরিচালিত হয় তাকে কী বলা হয়? ক) সরকারী অর্থায়ন খ) অর্থায়ন গ) ব্যক্তিগত অর্থায়ন ঘ) ব্যবসায় অর্থায়ন ৫। সমাজের প্রতি অর্থায়নের যে সব দায়-দায়িত্ব আছে তাকে কী বলা হয়। ক) সামাজিক নির্দেশনা খ) সামাজিক দায়বদ্ধতা গ) সামাজিক মূল্যবোধ ঘ) সামাজিক ন্যয়পরায়নতা ৬। অর্থায়ন বলতে বুঝায়- অর্থায়ন সংক্রান্ত কলা ও বিজ্ঞান অর্থসংগ্রহ ব্যয় ও নিয়ন্ত্রণ অর্থ আয়-ব্যয় ও মুনাফা নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৭। সরকারী অর্থায়নের মূল উদ্দেশ্য হলো- সামাজিক কল্যাণ দারিদ্র কমানো সম্পদের সঠিক ব্যবহার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৮। কোনটি অর্থায়নের নীতি নয়? ক) মুনাফা ও তারল্য নীতি খ) মুনাফা ও ঝুঁকি নীতি গ) ঝুঁকি ও তারল্য নীতি ঘ) পোর্টফোলিও বৈচিত্রায়ন নীতি লিখন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের জন্য জনতা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। এছাড়া তার ঘনিষ্ট বন্ধু মাহিন এর নিকট হতেও আর্থিক সহায়তা চেয়েছেন। মুনাফা লভ্যতার বিষয়টি বিবেচনায় রেখে ব্যবসায় উন্নতির জন্য যে কোনো ঝুঁকি নিতেও চান। ৯। লিখন তার ব্যবসায়ে কোন ধরনের অর্থ সংগ্রহ করেছেন? ব্যক্তিগত অব্যবসায় ররর) ব্যবসায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১০। উদ্দীপকে লিখন অর্থায়নের কোন নীতি গ্রহণ করেছেন। ক) পোর্টফোলিও বৈচিত্রায়নের নীতি খ) তারল্য ও মুনাফা লভ্যতার নীতি গ) উপযুক্ততার নীতি ঘ) ঝুঁকি ও মুনাফার নীতি উত্তর ঃ (১) গ, (২) খ, (৩) ক, (৪) ঘ, (৫) খ, (৬) খ, (৭) ঘ, (৮) গ, (৯) গ, (১০) ঘ
×