ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কারিকুলাম ফরমেট তৈরির জাতীয় কর্মশালা

প্রকাশিত: ০৫:১০, ৬ ফেব্রুয়ারি ২০১৭

কারিকুলাম ফরমেট তৈরির জাতীয় কর্মশালা

উচ্চ শিক্ষার জন্য কারিকুলাম ফরমেট তৈরির একটি জাতীয় কর্মশালা ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কর্মশালার উদ্দেশ্য উচ্চশিক্ষার জন্য একটি অভিন্ন পাঠ্যক্রমের নক্সা প্রণয়ন করা। ইউজিসি ও হেকেপের এআইএফ সাব-প্রজেক্ট যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। এতে সভাপতিত্ব করেন কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। কর্মশালায় রির্সোস পার্সন ছিলেন ইউজিসি সাবেক সদস্য প্রফেসর ড. এম. মুহিবুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের প্রফেসর মোজাহার আলী, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুর রহমান। ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, কমিশনের সচিব ড. মোঃ খালেদ ও অতিরিক্ত পরিচালক ড. মোঃ ফখরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবদুল মান্নান ভিশন ২০২১ অর্জনের লক্ষ্যে একটি যুগোপযোগী ও মানসম্মত কারিকুলাম ফরমেট তৈরির ওপর গুরুত্বারোপ করেন। -বিজ্ঞপ্তি
×