ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অন্য রকম

প্রকাশিত: ০৩:২৭, ৬ ফেব্রুয়ারি ২০১৭

অন্য রকম

হাসপাতালে ৫০৮ দিনের অপেক্ষা! স্কটল্যান্ডের স্কটিশ লিবারেল ডেমোক্র্যাটের করা এক সমীক্ষায় দেখা গেছে, হাসপাতালে চিকিৎসা শেষ হওয়া সত্ত্বেও কিছু রোগীকে প্রায় এক বছর বা তারও বেশি সময় হাসপাতালেই কাটিয়ে দিতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র না পাবার কারণেই কিছু রোগীকে এমন দীর্ঘ সময় কাটিয়ে দিতে হয় সেখানেই। ২০১৩ সাল থেকে ২০১৬ পর্যন্ত ওই গবেষণাটি কাজটি চালানো হয় পুরো স্কটল্যান্ড জুড়ে। ডামফ্রাইস এ্যান্ড গ্যালোওয়ারের একটি হাসপাতালে এমন একজন রোগীকে পাওয়া গেছে যিনি চিকিৎসা শেষে কর্তৃপক্ষের ছাড়পত্র পাবার জন্য ৫০৮ দিন ধরে হাসপাতালেই রয়েছেন। স্কটিশ সরকার জানাচ্ছে, দেরিতে রোগীদের ছাড়পত্র দেবার ঘটনা ২০১৫ সালে অনেক বেশি ছিল। ২০১৬ সালে সেটা অনেকটা কমেছে। -বিবিসি ট্রাম্পের প্রতিদিনের ওষুধ পথ্য! ট্রাম্পের অতি তৎপর নিষেধাজ্ঞার জন্য মার্কিন অভিবাসীদের জীবন অতিষ্ঠ। অভিবাসী নীতির জন্য বিশ্বজুড়ে তিনি নিন্দিত। এই সময়ে তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন উঠছে। প্রেসিডেন্টের মানসিক ও শারীরিক কোন সমস্যা নেই। সাংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক হ্যারল্ড এন বর্নস্টেইন। ১৯৮০ সাল থেকে তিনি ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক। সম্প্রতি হ্যারল্ড জানিয়েছেন, নিজের সোনালি চুলের যতœ নিতে প্রতিদিন বিশেষ ওষুধ নেন ট্রাম্প। পাশাপাশি তার ত্বকের যতেœ চলে নিয়মিত এ্যান্টিবায়োটিক। হার্ট এ্যাটাক থেকে বাঁচতে প্রতিদিন এ্যাসপিরিন নেন। কোলেস্টেরেল সমস্যার জন্য রয়েছে ওষুধ। সঙ্গে চলে বিভিন্ন হালকা ব্যায়াম। এভাবেই নিজেকে ফিট রাখেন ডোনাল্ড ট্রাম্প। -ইন্ডিপেন্ডেন্ট
×