ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

না ফেরার দেশে সফল এ্যাথলেট ডলি ক্যাথরিন

প্রকাশিত: ০৫:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭

না ফেরার দেশে সফল এ্যাথলেট ডলি ক্যাথরিন

স্পোর্টস রিপোর্টার ॥ খেলাধুলার প্রতি ছিল দুর্নিবার আকর্ষণ। যে কারণে ছোটবেলা থেকেই ময়দান চষে বেড়িয়েছেন এ্যাথলেট ডলি ক্যাথরিন ক্রুজ। খেলাধুলা এতটাই ভালবাসতেন যে, কোন ইভেন্টই বাদ দেননি। যেন সব ইভেন্টের সেরা তারকা। তাইতো একাধারে খেলেছেন সাইক্লিং, হকি, ব্যাডমিন্টন, ভলিবল, কাবাডি, হ্যান্ডবল, সাঁতার, এ্যাথলেটিক্সসহ অনেকগুলো ইভেন্ট। সবখানেই দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা। জিতেছেন স্বর্ণের পর স্বর্ণ। অসামান্য অবদানের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কারও (এ্যাথলেটিক্স) পেয়েছেন। সাফল্যের পর সাফল্য পাওয়া সব্যসাচী এই এ্যাথলেট আর নেই। চলে গেছেন না ফেরার দেশে। সব মায়া ছিন্ন করে জাতীয় ক্রীড়া পুরস্কাপ্রাপ্ত ডলি ক্যাথরিন ক্রুজ শনিবার সকালে ঢাকার তেজতুরী বাজারের নিজ বাসভবনে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৫৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সকল প্রকার প্রাদেশিক এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫০টির বেশি স্বর্ণপদক লাভ করেন। সাইক্লিং, হকি, ব্যাডমিন্টন, ভলিবল, কাবাডি, হ্যান্ডবল, সাঁতার ইত্যাদিতে স্বর্ণপদক পেয়েছেন। শ্রদ্ধা নিবেদনের জন্য ডলির মরদেহ ধানম-ির বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয় সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নেয়া হয়। তার মৃত্যুতে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রাফিয়া আখতার ডলি, সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানাসহ অন্যরা শোক প্রকাশ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন। গতকাল তেজগাঁও ক্যাথলিক চার্চে প্রয়াত ডলিকে সমাহিত করা হয়েছে। জানা গেছে, ডলি ক্যাথরিন কয়েক বছর ধরেই গ্যাস্ট্রিক আলসারে ভুগছিলেন। এটাই পরে রূপ নিয়েছিল ঘাতক ক্যান্সারে। দুরারোগ্য ব্যাধি থেকে আর সেরে ওঠেননি। চলে যেতে হলো না ফেরার দেশে। সব্যসাচী এই ক্রীড়াবিদ খেলা ছাড়ার পর কাজ করেছেন ক্রীড়া সংগঠক হিসেবে, ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভানেত্রী। খেলাকে এতটাই ভালবাসতেন যে, বিয়ের পিঁড়িতেও বসেননি। মৃত্যুকালে তাই ডলির পাশে আত্মীয়স্বজন বলতে তেমন কেউ ছিল না। কিন্তু যাদের খুব আপন করে নিয়েছিলেন, ক্রীড়াঙ্গনের এমন কিছু মুখ তার পাশে ছিলেন। মৃত্যুর সময় ডলি ক্যাথরিনের পাশে ছিলেন তার পালিত ছেলে আশীষ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।
×