ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনিশ্চিত ভবিষ্যত মোকাবেলায় ঐক্যের ডাক মাল্টা সম্মেলনে

ট্রাম্প নিয়ে উদ্বিগ্ন ইইউ

প্রকাশিত: ০৩:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০১৭

ট্রাম্প নিয়ে উদ্বিগ্ন ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেতারা শুক্রবার মাল্টার রাজধানী ভ্যালেটায় অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে উদ্বেগ ব্যক্ত করেছেন। তারা বলেছেন, বিশ্বের ক্রমবর্ধমান অনিশ্চিত ভবিষ্যত মোকাবেলায় তাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। খবর এএফপির। ২৮টি দেশ লিবিয়া থেকে ব্যাপক সংখ্যক শরণার্থী আগমন রোধ করার এক পরিকল্পনা সমর্থন করে ঐক্যের আভাস দেখিয়েছে। এ পরিকল্পনায় ইতালিতে পৌঁছতে বিপজ্জনক পথ পাড়ি দিচ্ছে এমন নৌযানগুলোকে ঠেকাতে ঐ উত্তর আফ্রিকান রাষ্ট্রের উপকূলরক্ষীদের সহায়তা করতে চাওয়া হয়েছে। কিন্তু নতুন মার্কিন প্রশাসন নিয়ে উদ্বেগ আলোচনার ওপর ছায়াপাত করে। ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ব্রিটেনের ইইউ ত্যাগ করার সিদ্ধান্তকে সমর্থন করে ট্রাম্পের ব্যক্ত “অগ্রহণযোগ্য” মন্তব্যের সমালোচনা করেন। ওলাঁদ সাংবাদকিদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের কাজে ট্রাম্পের হস্তেক্ষেপ করা উচিত নয়। ওলাঁদ বলেন, ইউরোপের কেমন হওয়া উচিত বা কেমন না হওয়া উচিত, সেই প্রশ্নে মার্কিন প্রেসিডেন্টের কিছু বিবৃতির মাধ্যমে চাপ সৃষ্টি করা হোক, তা গ্রহণযোগ্য নয়। অন্যান্য নেতা বলেন, যদিও তারা ট্রান্স-আটলান্টিক সম্পর্ক বজায় রাখতে চান, তবু তাদের ট্রাম্প সম্পর্কে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ও গ্রহণ করতে হবে। কারণ তিনি আরও সদস্য দেশের ইইউ ত্যাগ সমর্থন করেছেন এবং ন্যাটোকে ‘সেকেলে’ বলেছেন। মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট বলেন, ট্রাম্পের কোন কোন সিদ্ধান্ত নিয়ে স্পষ্টতই কিছু উদ্বেগ রয়েছে। কিন্তু তবুও আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার প্রয়োজন রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে, জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল ও ওলাঁদ সবাই ট্রাম্পের সঙ্গে তাদের যোগাযোগ নিয়ে সহকর্মীদের অবহিত করেন। মে বলেন, ট্রাম্প ন্যাটো জোটের প্রতি শতকরা ১০০ ভাগ প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকের প্রস্তুতির সময় খুবই উত্তেজনাপূর্ণ কথাবার্তা চলে। ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এক দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ইইউর প্রতি বড় বড় হুমকির তালিকায় রাশিয়া, চীন ও ইসলামী চরমপন্থার সঙ্গে ট্রাম্পের নামও যোগ করেন। তিনি শুক্রবার তার গলার সুর নরম করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কই ইইউর সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত রাজনৈতিক বিষয়। কিন্তু তিনি একথাও বলেন, ইউরোপীয়দের এখন নিজেদের পায়ে দাঁড়াতে হবে। টাস্ক আরও বলেন, আমরা জানি, আমাদের জন্য আমাদের নিজস্ব শক্তির ওপর আস্থা পুনরুদ্ধার করা ছাড়া আর কোন উপায় নেই। সাতটি মুসলিম প্রধান দেশ থেকে লোকজনের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা বিশেষ উদ্বেগের কারণ হয়ে রয়েছে। এটি খুবই সমস্যাসঙ্কুল বলে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান কার্ন মন্তব্য করেন। ইইউ নেতারা মানুষ পাচারকারীদের ব্যবসা প্রক্রিয়া ভেঙ্গে দিতে এক নতুন কৌশল অনুমোদন করেছেন। তারা ১,৮১,০০০ প্রধানত আফ্রিকান অর্থনৈতিক অভিবাসীকে গত বছর লিবিয়া ও ইতালির মধ্য দিয়ে ইইউতে প্রবেশ করতে সহায়তা করেছিল। পরিকল্পনা অনুযায়ী অভিবাসীদের নৌযানগুলো আন্তর্জাতিক জলসীমায় পৌঁছার আগেই সেগুলোকে আটকানোর আরও সামর্থ্য অর্জনের জন্য লিবীয় উপকূলরক্ষীদের অর্থ সহায়তা ও প্রশিক্ষণ দান এবং লিবিয়ায় ঢোকার পথ বন্ধ করতে প্রতিবেশী দেশগুলোকে শহায়তা করা হবে। মাসকট বলেন, অভিবাসীদের সীমান্ত পার হওয়া ঠেকাতে লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় যাযাবর উপজাতিগুলোর সাহায্যও চাইবে ইইউ। এদিকে ইতালি অবৈধ অভিবাসীদের তাদের বাড়িঘরে ফেরত না পাঠানো পর্যন্ত তাদের জন্য ইইউর অর্থায়নে শিবির স্থাপন করতে লিবিয়ার সঙ্গে এক চুক্তিতে পৌঁছেছে। তবে মানবাধিকার গোষ্ঠীগুলো সতর্ক করে দিয়েছে যে, নৌযানগুলো লিবিয়ায় ফেরত পাঠানো হলে শিশুদের নোংরা আটক কেন্দ্রগুলোতে ফেরত পাঠানো হতে পারে। শীর্ষ সম্মেলনের শেষ অধিবেশনে ব্রিটেনের প্রধানমন্ত্রী মে ছাড়া অন্য নেতারা ইইউর ভবিষ্যৎ নিয়ে এক বড় ধরনের ঘোষণাপত্র নিয়ে আলোচনা করেন। তারা ব্লকের প্রতিষ্ঠাচুক্তি স্বাক্ষরের ৬০তম বার্ষিকী উপলক্ষে মার্চ মাসে রোমে এক শীর্ষ সম্মেলনে সেটি প্রকাশ করার পরিকল্পনা করছেন।
×