ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ন্যাটোকে দুর্বল করাই রুশ হ্যাকিংয়ের লক্ষ্য’

প্রকাশিত: ০৫:১১, ৪ ফেব্রুয়ারি ২০১৭

‘ন্যাটোকে দুর্বল করাই রুশ হ্যাকিংয়ের লক্ষ্য’

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালোন সতর্ক বাণী উচ্চারণ করে বলেছেন, রাশিয়া পাশ্চাত্যে গণতন্ত্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে দীর্ঘস্থায়ী সাইবার হামলা অভিযান চালাচ্ছে। খবর বিবিসি অনলাইনের। ফ্যালোন বলেন, মস্কো এর প্রভাব সম্প্রারণের জন্য এবং পাশ্চাত্যের সরকারগুলোকে অস্থিতিশীল ও ন্যাটোকে দুর্বল করার জন্য ভুল তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ভøাদিমির পুতিন পাশ্চাত্যের এক কৌশলগত প্রতিযোগী হতে চাইছেন। ফ্যালোন বলেন, ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ সদস্যরা সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। টেরেসা মে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলোকে চাপ দেয়ার জন্য মাল্টায় এক অনানুষ্ঠানিক শীর্ষ বৈঠককে ব্যবহার করবেন। এ কথা বলার পর প্রতিরক্ষামন্ত্রী ইউনিভার্সিটি অব সেইন্ট এন্ড্রুসে ভাষণ দিচ্ছিলেন। ইতোমধ্যে, এমপিরা এক রিপোর্টে সতর্ক বাণী উচ্চারণ করে বলেছেন, দেশকে সাইবার হামলা থেকে রক্ষা করতে যুক্তরাজ্য সরকারের সামর্থে যে আস্থা রয়েছে তাকে নস্যাত করে দিচ্ছে দক্ষতার ঘাটতি ও ব্যক্তিগত তথ্য চুরির।
×