ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পশ্চিম ইউক্রেনে সরকার সৈন্য ও বিদ্রোহীদের মধ্যে গোলা বিনিময়

প্রকাশিত: ০৫:০৯, ৪ ফেব্রুয়ারি ২০১৭

পশ্চিম ইউক্রেনে সরকার  সৈন্য ও বিদ্রোহীদের  মধ্যে গোলা বিনিময়

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যার পর সরকারী সৈন্য ও রুশ সমর্থিত বিদ্রোহীদের মধ্যে গোলা বিনিময় হয়েছে এবং নতুন করে কয়েকজন হতাহত হয়েছে। খবর বিবিসি অনলাইনের। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, বিচ্ছিন্নতাবাদীরা সরকার অধিকৃত রণাঙ্গন শহর আবদিবকায় গোলাবর্ষণ করলে দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা বলেছে, সরকারী সৈন্যরা বিদ্রোহীদের ঘাঁটি দোনেৎস্কে কামানের গোলা ছুড়লে দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। কয়েক সপ্তাহের মারাত্মক লড়াইয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এ সপ্তাহে সংঘাত তীব্রতর হলে বেশ কয়েকজন আহত হয়েছে। সত্যিকার নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেন এক হামলার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে। অন্যদিকে, মস্কো বলেছে, কিয়েভ বিদ্রোহীদের অবস্থান দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল থেকে তাদের ফেরত পাঠানোর চেষ্টা করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরী অধিবেশনে এ সংঘাত নিয়ে আলোচনার সময় দুই দেশ আবারও অভিযোগ উত্থাপন করল পরস্পরের বিরুদ্ধে। ২০১৪ সালে এ সংঘাত শুরু হওয়ার পর ৯ হাজার ৭শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছে। গোলাবর্ষণের কারণে আবদিবকায় পানি ও বিদ্যুত সঙ্কট মারাত্মক আকার ধারণ করেছে। শহরটির জনসংখ্যা প্রায় ২২ হাজার। ইউক্রেনের কর্মকর্তা ও ত্রাণ সংস্থাগুলো মানবিক সঙ্কট দেখা দেয়ার বিষয়ে সতর্কতা উচ্চারণ করেছে। শহরে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। এক রিপোর্টে বলা হয়েছে, দোনেৎস্কে বৃহস্পতিবার এক শক্তিশালী বিস্ফোরণে একটি ভবন ধ্বংস হয়েছে। দোনেৎস্কে বেশকিছু সংখ্যক বাসিন্দা পানির সঙ্কটে রয়েছে। রাশিয়া ২০১৪ সালের মার্চে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়া সংযুক্ত করে নিলে ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়াই শুরু হয়। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে একটি অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও তার লঙ্ঘন হচ্ছে প্রায়ই। ইউক্রেনের পূর্বাঞ্চল ও ক্রিমিয়ায় রুশ পদক্ষেপের জবাবে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে সৈন্য ও অস্ত্র পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে বার বার। কিন্তু এ কথা স্বীকার করেছে যে, রুশ স্বেচ্ছাসেবীরা বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে রয়েছে।
×